মমতার নির্দেশ অমান্য! অরূপকে সরিয়ে কোর্অর্ডিনেটরের দায়িত্বে কুণাল ঘোষ ও সওকত মোল্লা

মমতার নির্দেশ অমান্য! অরূপকে সরিয়ে কোর্অর্ডিনেটরের দায়িত্বে কুণাল ঘোষ ও সওকত মোল্লা

কলকাতা: মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য৷ দক্ষিণ ২৪ পরগণায় বদল করা হল কোঅর্ডিনেটর৷ মমতার সঙ্গে আলোচনার পরেই কোঅর্ডিনেটর বদল করা হয় বলে সূত্রের খবর৷ অরূপকে সরিয়ে সমন্বয়ের দায়িত্বে আনা হল কুণাল ঘোষ ও সওকত মোল্লাকে৷ কী ভাবে নেত্রীর নির্দেশ অমান্য করা হল? জেলা থেকে রিপোর্ট তলব৷ 
 

আরও পড়ুন- আদালত অবমাননা মামলা খারিজ! স্বস্তিতে কমিশন

প্রথমে দলের তরফে বলা হয়েছিল, দক্ষিণ ২৪ পরগণায় দু’জন কোঅর্ডিনেটর থাকবেন৷ একজন হলেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী এবং দ্বিতীয়জন হলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷ কিন্তু বুধবার দলের তরফে জানানো হয়, অরূপ বিশ্বাস আর দক্ষিণ ২৪ পরগণার দায়িত্বে থাকছেন না।  দক্ষিণ ২৪ পরগণার দায়িত্ব থেকে সরিয়ে অরূপ বিশ্বাসকে পূর্ব বর্ধমানের কো-অর্ডিনেটর করা  হচ্ছে৷ অন্যদিকে, অরূপের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষ ও সওকত মোল্লাকে৷ তাঁরা দু’জনেই অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত৷ তৃণমূল সূত্রে খবর, যে ভাবে দক্ষিণ ২৪ পরগণায় একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে তাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে৷ সেখানে প্রথম প্রার্থী তালিকাকে স্বীকৃতি দেওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছে৷ সেই তালিকা ধরে মনোনয়নপত্র পর্যন্ত জমা দেওয়া হচ্ছে৷ আজও এই বিষয়ে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব৷ 

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির একটি কথোপকথন হয়৷ এর পরেই অরূপ বিশ্বাসকে দক্ষিণ ২৪ পরগণার কোঅর্ডিনেটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি অবিলম্বে জেলার সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, সুষ্ঠভাবে ভোটের কাজ পরিচালনার জন্য জেলা ভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ করে তৃণমূল৷ প্রার্থী বিভ্রাট নিয়েও কড়া বার্তা দেন দলনেত্রী৷ লখনউ উড়ে যাওয়ার আগে তিনি বলেন, এই ভাবে সকলকে খুশি করা যায় না৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eighteen =