ভোট পরবর্তী হিংসায় নথিভুক্ত না হওয়া ঘটনা জানতে চেয়ে এবার NHRC-কে চিঠি পাঠাল CBI

ভোট পরবর্তী হিংসায় নথিভুক্ত না হওয়া ঘটনা জানতে চেয়ে এবার NHRC-কে চিঠি পাঠাল CBI

f28c6b375c1c0c9ad698537d07381040

 

কলকাতা:  ভোট পরবর্তী হিংসা মামলায় খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর অপরাধের তদন্ত ভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ নির্দেশ পেয়েই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ চাপে পড়ে যে সকল অভিযোগ নথিভুক্ত করা হয়নি, সেই সকল ঘটনা জানতে চেয়ে এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি পাঠাল সিবিআই৷ কোন জেলায় এই ধরনের কতগুলি ঘটনা রয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে তা বিস্তারিত জানতে চাওয়া হয়েছে৷ তাঁদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত করতে সিবিআই৷ 

আরও পড়ুন- CID-র তলবে হাজিরায় ‘না’ শুভেন্দুর, আজ ভবানীভবনে যাচ্ছেন না বিরোধী দলনেতা

উল্লেখ্য, ইতিমধ্যেই জেলায় জেলায় ঘুরে অপরাধমূলক ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই৷ স্পট ভিজিটের পাশাপাশি একাধিক ব্যাক্তির বয়ান রেকর্ড করেছে৷ কথা বলেছে অভিযোগকারীদের পরিবারের সঙ্গে৷ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে৷ এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়ে দায়ের না হওয়া মামলাগুলি সম্পর্কে জানতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বিশেষ করে চাপে পড়ে যে সকল অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ, সেই সকল মামলা সম্পর্কেও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *