একে অন্যকে দুষে দায় চাপানোর কৌশল! পার্থ-সুবীরেশদের মুখোমুখি বসাতে উদ্যোগী CBI

একে অন্যকে দুষে দায় চাপানোর কৌশল! পার্থ-সুবীরেশদের মুখোমুখি বসাতে উদ্যোগী CBI

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর জালে একের পর হেভিওয়েটের ব্যক্তিত্ব। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পর সোমবার দুপুরে গ্রেফতার করা হয় এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির গভীরে পৌঁছতে এবার মুখোমুখি বসিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন-কিছু ক্ষণের মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি নামবে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-হাওড়ায়

এক সময় বিকাশ ভবনে একসঙ্গে কাজ করেছেন সকলেই। ফের তাঁর একত্র হয়েছেন৷ তবে শিক্ষা দফতরের প্রশাসনিক কার্যলয়ে নয়, সিবিআই দফতর নিজাম প্যালেস। সোমবার নিজাম প্যালেসে একসঙ্গেই রাত কাটালেন এসএসসি দুর্নীতির পৃথক পৃথক মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মাধ্যমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ানম্যান সুবীরেশ ভট্টাচার্য। 

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার হয়েছেন এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে। এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা ও প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় নবম-দশম শিক্ষক নিয়োগ দুনীর্তিতে৷ এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ও এসপি সিনহা দুটি মামলায় অন্যতম অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, এই চার জনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই৷ কারণ পৃথক ভাবে তাঁদের জেরা করে কোনও লাভ হয়নি৷ সকলেই একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়িয়েছেন৷ এবার মুখোমুখি বসিয়ে রেকর্ড করা হবে তাঁদের বয়ান৷ জানা গিয়েছে, দিনের বেলায় তাঁদের এক ঘরে রাখা হলেও, রাতে থাকছেন পৃথক ভাবে৷