কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ৷ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে৷ আর কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস জারি করা রয়েছে হাওড়া এবং বাঁকুড়াতেও। শহরবাসীকে আগাম সতর্ক করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ‘আর্থিক অবস্থা ভালো নয়’, জামিন পেয়েও অর্থের অভাবে মুক্ত হতে পারছিলেন না সুদীপ্ত
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার৷ যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দিয়েছে কড়া রোদ। তবে থেকে থেকেই সূর্যের মুখ ঢেকে দিচ্ছি কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ দিনভর দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ৷ যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ফের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের ধাক্কায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী অঞ্চলে৷ মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>