Aajbikel

হাঁড়ি ভর্তি রসগোল্লা বনাম রসগোল্লার হাঁড়িতে আরশোলা! গ্রুপ ডি মামলায় তরজায় আইনজীবীরা

 | 
হাইকোর্ট

কলকাতা: স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদের হাতে হাঁড়ি ভর্তি রসগোল্লা তুলে দেবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদেরও উচিত নিজেদের ক্ষমতা প্রয়োগ করা৷ বুধবার কলকাতা হাই কোর্টে গ্রুপ ডি মামলার শুনানি চলার সময় এমনটাই জানালেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের আইনজীবী। এর পাল্টা জবাব দিয়েছেন এসএসসি-র আইনজীবীও। তাঁর মন্তব্য, সিবিআই যে রসগোল্লার হাঁড়ি দেওয়ার কথা বলছে সেটা আদতে আরশোলায় ভর্তি।

আরও পড়ুন- ব্রেকিং: রাজ্যপালের ভাষণের মাঝেই তুমুল হট্টগোল! কাগজ ছুড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে চলছিল গ্রুপ ডি মামলার শুনানি৷ সই সময় এই মামলার তদন্ত প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‘সিবিআই হাতে হাঁড়ি ভর্তি রসগোল্লা তুলে দেবে সেটা হয় না। স্কুল সার্ভিস কমিশন  এবং মধ্যশিক্ষা পর্ষদেরও নিজেদের ক্ষমতা প্রয়োগ করে পদক্ষেপ করা প্রয়োজন।’’ এর পাল্টা সওয়াল করেন এসএসসি-র আইনজীবী৷ তিনি কটাক্ষ করে বলেন, ‘‘সিবিআইয়ের সেই রসগোল্লার হাঁড়ি আরশোলায় ভর্তি।’’

এদিনের শুনানিতে গ্ৰুপ ডি নিয়োগ মামলায় ওএমআর শিট কারচুপিতে জড়িত ১৬৯৮ জন অযোগ্য চাকরিপ্রাপকদেরও হুঁশিয়ারি দেন বিচারপতি বসু। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে, তাঁরা নিজেদের নির্দোষ প্রমাণিত করতে না পারলে জেল হবে৷ সঙ্গে টাকাও যাবে। পাশাপাশি, সিবিআই-এর উদ্দেশে তিনি বলেন, ‘‘যে ১৬৯৮ জনের বিরুদ্ধে ওএমআর শিট কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের কেন মামলায় যুক্ত করছেন না? তদন্তে গতি আনুন।’’

Around The Web

Trending News

You May like