হাইপ্রোফাইল নারদ মামলার চার্জশিট দিল CBI

হাইপ্রোফাইল নারদ মামলার চার্জশিট দিল CBI

কলকাতা: হাই প্রোফাইল নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল আগেই৷ আজ  নারদ কাণ্ডে সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷  

আরও পড়ুন- মেডিক্যাল থেকে উধাও ১১ লক্ষ টাকার ইঞ্জেকশন, কাঠগড়ায় শাসক ঘনিষ্ঠ চিকিৎসক

গত ১৭ মে চার্জশিট পেশ করে চার হেভিওয়েট নেতামন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই৷ রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পরেই তাঁদের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করা হয়৷ সেই সময়ই জানানো হয়, সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই।  উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ পাশাপাশি আদালতে চলছে নারদ মামলার শুনানি৷ নারদ মামলা অন্যত্র সরানোর উপর জোড় সওয়াল করছে সিবিআই৷ 

প্রসঙ্গত, ২০১৬ সালে নারদ স্টিং অপারেশ চালান সাংবাদিক ম্যাথু স্যামুয়েল৷ এতে নাম জড়ায় ১৪ জন নেতামন্ত্রী৷ তাঁরা হলেন, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যা, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, সুলতান আহমেদ, শঙ্কুদেব পাণ্ডা, সৌগত রায়, অপরূপা পোদ্দার, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, এসএমএইচ মির্জা এবং সুলতান আহমেদের ভাইয়ের৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *