মেডিক্যাল থেকে উধাও ১১ লক্ষ টাকার ইঞ্জেকশন, কাঠগড়ায় শাসক ঘনিষ্ঠ চিকিৎসক

মেডিক্যাল থেকে উধাও ১১ লক্ষ টাকার ইঞ্জেকশন, কাঠগড়ায় শাসক ঘনিষ্ঠ চিকিৎসক

কলকাতা:  করোনার এই কঠিন পরিস্থিতিতে চলছে ওষুধ লুঠ৷ মেডিক্যাল কলেজ থেকে উধাও করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন৷ যার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা৷ অভিযোগ, প্রভাব খাটিয়ে এই মূল্যবান টসিলিজুমাব ইঞ্জেকশন হাতিয়েছেন শাসক ঘনিষ্ঠ এক চিকিৎসক৷ 

আরও পড়ুন- আপাতত স্থিতিশীল, আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস সাপোর্টার্স নামে একটি পেজ থেকে বেশ কিছু নথি তুলে ধরে গতকাল সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক দাবি করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, গত ২৪ এপ্রিল মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডের সিস্টার ইনচার্জের কাছ থেকে ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন নিয়ে যান হাসপাতালের এমার্জেন্সি মেডিক্যাল অফিসার৷ তবে এর জন্য কোনও রসিদ দেওয়া হয়নি৷ পরে প্যাথলজি বিভাগে রোগীর নমুনা পরীক্ষার ফর্মে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগও ওঠে৷ সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই সংক্রান্ত কথোপকথনের রেকর্ড৷ বিষয়টি প্রকাশ্য আসতেই নড়েচড়ে বসেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্যভবনেরও৷ তবে এবিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত চিকিৎসক৷ 
কথোপকথনের যে রেকর্ড ভাইরাল হয়েছে, তাতে এক মহিলাকে বলতে শোনা যান, ‘‘আমি সিসিইউ-র সিস্টার বলছিলাম৷ আপনি যে ওই টসিলিজুমাব ২৬টি নিয়ে গিয়েছেন, ওটা যদিন একটি কাগজে রিসিপ্ট করে নিতেন৷’’ ফোনের ওপার থেকে অপর ভদ্রমহিলা বলেন, ‘‘আচ্ছা ঠিক আছে৷ আমি সোমবার এসে করে দেব৷’’ এই কথোপকথন প্রকাশ্যে আসতেই টনক নড়ে কর্তৃপক্ষের৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে স্বাস্থ্য দফতরও৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =