নারদ কাণ্ডে নয়া মোড়, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে CBI

নারদ কাণ্ডে নয়া মোড়, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে CBI

151c618b1a62273ac59f71090441842e

কলকাতা: নারদ কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই৷ রাজ্যের চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর গৃহবন্দী থাকার নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

আরও পড়ুন- ‘কাছা খুলে যাঁদের BJP স্বাগত জানিয়েছিল, তাঁরা তৃণমূলে ফিরে যাচ্ছে’, ফের বিস্ফোরক তথাগত

গত শুক্রবার হাইকোর্ট যে নির্দেশে দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই৷ গতকাল সন্ধের পর প্রবিশনাল আইডি দিয়ে স্পেশাল রিট পিটিশন বা মামলা দায়ের করেন সিবিআই অফিসাররা৷ সেখানে বলা হয়েছে, চার নেতাকে গৃহবন্দী রাখা সহ গত ২১ তারিখ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে যে সকল নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকার বিরোধিতা করছেন তাঁরা৷ ফলে আজই সুপ্রিম কোর্টের কাছে এই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির আবেদন জানাবে কেন্দ্রীয তদন্তকারী সংস্থা৷ অন্যদিকে জানানো হয়েছে,  প্রভিশনাল আইডি দিয়ে সিবিআই মামলা দাখিল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷  পাশাপাশি কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আজ যে শুনানি হওয়ার কথা ছিল তা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে সিবিআই-এর তরফে৷  এই বৃহত্তর বেঞ্চে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি অরিজিৎ বন্দ্যপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি হরিশ ট্যান্ডন৷ 

আরও পড়ুন- ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, লকডাউন বিধিতে বিশেষ ছাড় নবান্নের!

নারদ কাণ্ডে চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গৃহবন্দী রাখার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তাকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই৷ দ্রুত শুনানির আর্জিও জানানো হবে৷ তবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করবে কিনা, সেটা এখনও পরিষ্কার নয়৷ তবে আজই এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে৷ তবে গতকাল সন্ধ্যের পরেই রিট পিটিশন দাখিল করে দিয়েছে সিবিআই৷ তবে রিট পিটিশনের ফাইল নম্বর এখনও পাওয়া যায়নি৷ প্রভিশনাল আইডি বা অস্থায়ী নম্বর দিয়েই আপাতত রিট পিটিশন দাখিল করা হয়েছে৷ প্রসঙ্গত, এই চার হেভিওয়েট নেতামন্ত্রীদের তরফে সিবিআই-এর করা মামলার এক তরফা শুনানি আটকানোর জন্য তারা ক্যাবিয়েট দাখিল করে রেখেছিলেন৷ ফলত ইতিমধ্যেই চার হেভিওয়েট নেতা মন্ত্রীর আইনজীবী ও কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে চিঠি ও ইমেল মারফত জানিয়ে দিয়েছে সিবিআই৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *