কলকাতা: ফের বিস্ফোরক তথাগত রায়৷ ফের দলীয় নেতৃত্বকে নিশানা করলেন তিনি৷ সোনালী, সরলাদের বিজেপি ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি৷ টুইট করে তথাগত রায় বলেন, ‘‘যা বলেছিলাম ঠিক তাই৷ কাছা খুলে যাদের বিজেপি’তে স্বাগত করা হয়েছিল, যাদের খাতিরে বিজেপি’র বিশ-ত্রিশ বছরের পুরনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল, তাঁরা সবাই এক এক করে তৃণমূলে ফিরে যাচ্ছে৷’’
আরও পড়ুন- ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, লকডাউন বিধিতে বিশেষ ছাড় নবান্নের!
এ প্রসঙ্গে রাজ্য বিজেপি’র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘তথাগতবাবুর মতামত ব্যক্তিগত৷ তবে যাঁরা বেরিয়ে যাচ্ছেন তাঁরা নিশ্চিতভাবেই সুবিধাবাদী৷ তাঁরা বসন্তের কোকিলের মতো এসেছিলেন৷ অনেকেই মনে করেছিলেন বিজেপি জিতলে ভালো সময় আসবে৷ কিন্তু বিজেপি তার কাঙ্খিত জায়গায় পৌঁছতে পারেনি৷ তাই তাঁরা আবার ক্ষমতায় পাশে থাকার জন্য দল ছেড়ে চলে যাচ্ছেন৷ এটাই রাজনৈতিক কর্মীদের মনোভাব৷ এটা সাধারণ মানুষও পছন্দ করে না৷’’ জয়প্রকাশবাবু আরও বলেন, ‘‘তথাগতবাবু বিজেপি’কে দোষ দিতে চাইছেন৷ যাঁরা এই ধরনের মনোভাব নিয়ে এসেছিলেন এবং এখন চলে যাচ্ছেন, তাঁদের বিষয়ে কী বলতে চাইছেল তিনি? তাঁরা কি ঠিক করেছিল? কেউ যদি এসে বলেন বিজেপি’র ধ্যান ধারণা নিয়ে থাকতে চাই, আমাকে টিকিট দিতে হবে না সেক্ষত্রের কী করা যেতে পারে৷ যেমন বলেছিলেন সোনালী গুহ৷ উনি বলেছিলেন, আমাকে টিকিট দিতে হবে না৷ আমি অপমানিত হয়েছি৷ আমি বিজেপি’র হয়ে কাজ করব৷ সেক্ষেত্রে কি বিজেপি বলবে আমাদের হয়ে প্রচার করবেন না? তাঁকে কোনও অবহেলা করা হয়নি৷’’
আরও পড়ুন- ঠিক কখন বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? সতর্কতা হাওয়া অফিসের!
জয়প্রকাশবাবুর কথায়, সোনালী গুহ যেমন মান অভিমানে ভুগছেন, তথাগতবাবুও মান অভিমানে ভুগছেন৷ এটা ঠিক নয়৷ তিনি আরও বলেন, নীচু তলার বিজেপি’র মধ্যে অনেক ক্ষোভ রয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে হবে৷ তবে যাঁরা বসন্তের কোকিল হয়ে এসেছিল তাঁদের কাজে তথগতবাবু ত্রুটি পাবেন না, সেটা পারে না৷