কলকাতা: বাংলার অভিমুখে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ! আগামী ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে যশ৷ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে বেশ কিছু সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷
ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ৷ এখন তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ এই মুহূর্তে দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত যশ৷ বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়৷
ঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে৷ মঙ্গলবার সন্ধ্যায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১০০ কিমির বেশি৷ পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস৷