কলকাতা: রাজ্যে এবার থেকে অনলাইনে ডিজিটাল জাতিগত সংশপত্র মিলবে। আগামী ১ নভেম্বর থেকেই এই নতুন ব্যবস্থা চালু হবে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে। এতদিন জাতিগত সংশাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানো গেলেও সংসাপত্র সংশ্লিষ্ট আবেদনকারীর হাতে দেওয়া হত। নতুন পদ্ধতিতে তা অনলাইনেই ডাউনলোড করে নেওয়া যাবে বলে খবর। নিয়ম অনুযায়ী, আবেদন করার ২১ দিনের মধ্যে একজনকে সেই সার্টিফিকেট দেওয়ার কথা। এবার থেকে ডিজিটাল মাধ্যমে আরও কম সময়ে সেই শংসাপত্র পাবেন উপভোক্তারা।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের নির্দেশের পর কোন পথে চাকরিপ্রার্থীদের আন্দোলন? নজরে পরবর্তী রায়!
বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের সাধারণ মানুষকে এক ছাতার তলায় দেওয়ার জন্য সরকার চালু করেছে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে। ইতিমধ্যেই পঞ্চমবারের দুয়ারে সরকার কর্মসূচির জন্য নির্দেশিকা জারি করেছে নবান্ন। এবার এই প্রকল্প শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। আগেই জানা গিয়েছিল যে, এবার থেকে এই প্রকল্পে আরও বেশি সংখ্যক কাজের সুবিধা মিলবে। খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ সহ সরকারের ২৫টি বিষয়ক পরিষেবা পাওয়া যাবে। উল্লেখ্য, দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকেও জাতিগত শংসাপত্র মিলত এতদিন। এবার তা ডিজিটাল ভাবে মিলবে।
অবশ্যভাবে এই উদ্যোগে সময় এবং পরিশ্রম দুইই লঘু হবে বলে ধারণা। কারণ আবেদনকারীর সার্টিফিকেটে ডিজিটাল সই করে অনলাইনে ছেড়ে দিলেই কাজ হয়ে যাবে। আলাদা করে সব নথি ডাউনলোড করে সই করতে হবে না।