কলকাতা: নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হল কলকাতা হাই কোর্টে। এসএসসির আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। ১৭ নম্বর ধারাকে অবৈধ ঘোষণার দাবি জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। এই আইনের বলেই ৬১৮ জন ‘অবৈধ’ শিক্ষকের সুপারিশপত্র বাতিল করে কমিশন।
আরও পড়ুন- বনির পর সোমা, ৫৫ লক্ষ টাকা ফেরালেন কুন্তল ঘনিষ্ঠ, একদিনে ইডি-র ঘরে প্রায় ১ কোটি
এই মামলায় রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সহ সব পক্ষকে হলফনামা আদান-প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেই আদালতের নির্দেশ৷ মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল ধার্য করা হয়েছে। ১৭ নম্বর ধারায় যে কোনও কর্মীর সুপারিশ বাতিলের ক্ষমতা রয়েছে কমিশনের হাতে। আবেদনকারী বা কমিশনের দ্বারা সুপারিশ পত্র দেওয়ার ক্ষেত্রে যদি কোনও ভুলত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রেও যে কোনও সময় সুপারিশ পত্র প্রত্যাহার করতে পারে কমিশন৷ ১৭ নম্বর ধারায় সেই ক্ষমতা পেয়েছে এসএসসি৷
অন্যদিকে, প্রশ্ন ভুল মামলায় এসএসসির চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী শুক্রবার রিপোর্ট নিয়ে হাজির থাকতে হবে তাকে৷ বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, আদালতের সঙ্গে খেলবেন না৷ বিচারপতি বলেন, ‘আপনারা নিয়োগ করছেন,আবার আপনারাই ভুল প্রশ্ন করছেন? সব পরিকল্পিত’, বলতে দ্বিধা নেই, একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন, মন্তব্য বিচারপতির। কমিশনের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক’৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>