কলকাতা: লক্ষ্মীবারে ভর সন্ধ্যায় কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়েছেন বনি সেনগুপ্ত৷ এবার টাকা ফেরত দিলেন কুন্তল ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তী। হুগলি বলাগড়ের বহিষ্কৃত যুব তৃণমূল নেতার কাছ থেকে নেওয়া ৫৫ লক্ষ টাকা ফেরালেন সোমা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, মোট ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ইডি দফতরে জমা দিয়েছেন তিনি। ওই টাকা কুন্তলের থেকে ঋণ হিসাবে নিয়েছিলেন সোমা। বনি, সোমার পর এই তালিকায় কার নাম রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷
আরও পড়ুন- সকাল থেকেই মেঘলা আকাশ! দক্ষিণবঙ্গে আর কত দিন চলবে ঝড়বৃষ্টি?
ইডি সূত্রে খবর, তৃণমূলের হুগলি দেলার প্রাক্তন যুবনেতা কুন্তলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল৷ তার মধ্যে প্রায় এক কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিনেতা বনি সেনগুপ্ত ইতিমধ্যেই কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। এ বার টাকা ফিরিয়ে দিলেন কুন্তলের ঘনিষ্ঠ বলে পরিচিত সোমাও। ওই অ্যাকাউন্ট দু’টি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। এছাড়াও কুন্তলের মোট ১০টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে বলেইডি সূত্রে খবর।
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কার কার অ্যাকাউন্টে টাকা গিয়েছিল তা খতিয়ে দেখতে গিয়েই ব্যবসায়ী সোমার নাম খুঁজে পান ইডি-র অফিসাররা। তদন্তকারীদের দাবি, কুন্তলের অ্যাকাউন্ট থেকে অন্তত ৫০ লক্ষ টাকা গিয়েছিল সোমার অ্যাকাউন্টে। সোমার একটি নেইল পার্লার রয়েছে। সেই পার্লারে মডেলিং-এর কাজ করেছিলেন বনির বান্ধবী কৌশানী মুখোপাধ্যায়। অথচ কৌশানীকে সোমার ব্যাপারে প্রশ্ন করা হলে অভিনেত্রীর উত্তর, ‘‘আমি এই প্রথম সোমা চক্রবর্তী নামটাই শুনছি৷ ওঁর পার্লারের হয়ে মডেলিং করার কথা মনে পড়ছে না।’’
সোমা কিন্তু কৌশানীর সঙ্গে কাজ করার কথা স্বীকার করেছিলেন৷ ইডি-র তলবে গত শুক্রবার নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন নেইল পার্লারের মালকিন। সেখান থেকে বেরিয়ে সোমা জানিয়েছিলেন, ইডি যে নথি চেয়েছিল সেটাই জমা করতে এসেছিলেন৷ তাঁর কাছে এও জানতে চাওয়া হয়, কৌশানী তাঁর সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করেছিলেন কিনা? জবাবে সোমা বলেছিলেন, ‘‘আমার ব্র্যান্ডিং করেছিল ও।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>