কলকাতা: বিগত কয়েক মাস ধরে তিনি সংবাদ শিরোনামে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখন বাংলা তথা দেশের কেউ চেনে না এমনটা নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক বড় নির্দেশ দিয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধেই আদালতে মামলা হল! এক পরিচিত সংবাদমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী অচিন্ত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: উল্কার গতিতে ঘটেছিল উত্থান! ক্ষমতায় থাকতেই লাল থেকে সবুজে ঝাঁপ সুবীরেশের
ঠিক কী অভিযোগ? আসলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি বাংলার এক স্বনামধন্য সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিয়েছেন। সেখানে দুর্নীতি ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মত দিয়েছেন তিনি। তা নিয়েই আপত্তি। আবেদনকারী আইনজীবীর দাবি, একজন সিটিং বিচারপতি এই ভাবে সংবামাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন না। এটা উচিত হয়নি একদমই। তাই এই আবেদন আদালত গ্রহণ করেছে বলেই খবর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।