রাজ্য এক, চিকিৎসার খরচ ভিন্ন কেন? মামলা হাইকোর্টে

রাজ্য এক, চিকিৎসার খরচ ভিন্ন কেন? মামলা হাইকোর্টে

কলকাতা: চিকিৎসার খরচ নিয়ে এবার প্রশ্ন তোলা হল এবং তার জন্য মামলা দায়ের হয়েছে আদালতে। এক রাজ্যে কেন চিকিৎসার খরচ ভিন্ন হবে? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তবে এই মামলার শুনানিতে স্বাস্থ্য কমিশন নিজেদের কাজের ব্যাখ্যা দিয়েছে। জানান হয়েছে, ইনডোর বা আউটডোর চিকিৎসায় কী খরচ হবে, তার ট্যারিফ তৈরির কাজ শেষের পথে।

আরও পড়ুন- কোথাও যাওয়া হবে না শঙ্করের, উল্টে আদালতের নির্দেশে আফ্রিকা থেকে আসছে সঙ্গিনী

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রাজ্যের সব জেলাগুলির সঙ্গে বৈঠক করে ট্যারিফ তৈরির কাজ করছে তারা। চলতি মাসেই ট্যারিফ শেষ করে পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। তারপর শুধু অপেক্ষা থাকবে রাজ্য সরকারের অনুমতির। যে জনস্বার্থ মামলায় দায়ের হয়েছে তাতে প্রশ্ন, একই চিকিৎসার খরচ একই রাজ্যে আলাদা আলাদা কেন হবে। কেন এর জন্য নির্ধারিত কোনও চার্ট থাকবে না। সেই মামলার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য কমিশন হাইকোর্টে নিজেদের অবস্থান জানিয়েছে। তবে এতেও রাজ্যের বা দেশের মানুষের যে চিন্তা কমবে তা নয়। কারণ কেন্দ্রীয় সরকার চিকিৎসা পরিষেবাতেও জিএসটি বসাচ্ছে।

জিএসটি কাউন্সিলের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত  অনুযায়ী, এ বার থেকে আইসিইউ  বাদে হাসপাতালের বেড ভাড়া দৈনিক ৫ হাজার টাকার বেশি হলে, তার উপর ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে। হাসপাতালে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বসানো হলে, তার জন্য  দিতে হবে ১২ শতাংশ জিএসটি। মাস তিনেক আগেই প্রায় ৮০০ জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হয়েছিল৷ এবার বাড়ল হাসপাতালে রোগী ভর্তির খরচ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *