বাজি পোড়ানোর উপর জারি থাকুক নিষেধাজ্ঞা, আর্জি জানিয়ে মামলা হাইকোর্টে

বাজি পোড়ানোর উপর জারি থাকুক নিষেধাজ্ঞা, আর্জি জানিয়ে মামলা হাইকোর্টে

কলকাতা:  গত বছর দীপাবলিতে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট৷ কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ গত বছরের মতো এ বছরেও নিষিদ্ধ হোক সব ধরনের ধরনের বাজি। পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য রক্ষায় বাজি বিক্রি ও বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টের মামলা দায়ের করা হল।

আরও পড়ুন- বিজেপি নামক ভাইরাসের ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়! নিশানা অভিষেকের

মামলাকারীর নাম রশ্মি আলি৷ তিনি তাঁর আবেদনে বলেন, পুজো মিটতেই রাজ্যে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে৷ বাড়ছে দৈনিক মৃত্যুও। সাধারণ মানুষ তো বটেই করোনা রোগীদের জন্যেও বাজির শব্দ এবং তাঁর গন্ধ হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর৷ বহু মানুষ এমনিতেই হৃদরোগে আক্রান্ত৷ তাঁরা বাজির শব্দ ও গন্ধে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন৷ সব দিক বিচার করে কালী পুজো বা দিওয়ালিতে বাজি পোড়ানো মেনে নেওয়া যায় না৷ তাই গত বছরের নির্দেশ এ বছরেও বহাল রাখুক কলকাতা হাইকোর্ট৷ সই সঙ্গে বাজি কেনা-বেচা বন্ধ করার আর্জিও জানিয়েছেন মামলাকারী রশ্মি আলি৷ আগামী ২৯ অক্টোবর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + three =