দিনহাটা: উপনির্বাচনের প্রচারে আজ দিনহাটা গিয়ে বিজেপিকে ব্যাপক ভাবে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে যেমন বিজেপি দলকে করোনাভাইরাসের সঙ্গে তুলনা করলেন, অন্যদিকে গেরুয়া শিবিরকে শ্যামাপোকা বলতেও ছাড়লেন না তিনি। আবার একই সঙ্গে তাদের বিশ্বাসঘাতক বলেও কটাক্ষ করলেন অভিষেক।
এদিন দিনহাটায় প্রচারে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, করোনা যেমন একটা ভাইরাস ঠিক তেমনই বিজেপি একটা ভাইরাস। করোনা ভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড, আর বিজেপি নামক ভাইরাসের ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়! এই কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, বিজেপি দলটা শ্যামা পোকার মত, শুধু ভোটের আগে আসে, প্রতিশ্রুতি দেয় আর তারপর গায়েব হয়ে যায়। তাই সাধারণ মানুষের উচিত বিজেপিকে গায়েব করে দেওয়া এবং কোচবিহার জেলাকে ভাইরাস মুক্ত করা। অভিষেকের কথায়, বিজেপি আসলে বিশ্বাসঘাতক দল, তারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আসলে এই কথা বলে তিনি এই কেন্দ্র থেকে ভোটে লড়ার বিজেপি প্রার্থীর নিশীথ প্রামানিককে আক্রমণ করেছেন। কারণ ভোটে জেতার পরেও তিনি বিধায়ক পদ ছেড়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এর আগেও অভিষেক একাধিকবার বলেছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির মস্ত বড় পার্থক্য, একটি দল মানুষের হয়ে কাজ করে এবং অপর দল মানুষের বিরুদ্ধে। বিজেপি শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য কাজ করে বলে দাবি করেন অভিষেক।
এই কথা বলতে গিয়ে তিনি বারবার দুই দলের পার্থক্য বুঝিয়েছেন। অভিষেকের বক্তব্য, নির্বাচনে তাদের দল হারুক বা জিতুক তারা মানুষের পাশে দাঁড়ায়, তাদের হয়ে কাজ করে। কিন্তু বিজেপিকে নির্বাচনের পরে খুঁজে পাওয়া যায় না। তারা যা প্রতিশ্রুতি দেয় সেসব কোন দিন পালন করে না। তিনি আরো বলেন, তাই এখন দেশজুড়ে ভরসা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। শীত, গ্রীষ্ম এবং বর্ষা, শুধু দল নেত্রী এবং দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা।