ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রের কৈফিয়ত চাইল হাইকোর্ট, একাধিক বিষয়ে উষ্মা প্রকাশ

ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রের কৈফিয়ত চাইল হাইকোর্ট, একাধিক বিষয়ে উষ্মা প্রকাশ

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: করোনা সংক্রান্ত মামলায় একাধিক ইস্যু নিয়ে একদিনে যেমন প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট, অন্যদিকে উষ্মা প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়ে। এই করোনা সংক্রান্ত মামলায় আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে, দেশের ৩০ শতাংশ মানুষ, যারা দারিদ্র্যসীমার নিচে আছেন, তারা Sputnik-V ভ্যাকসিন নেবেন কি করে? অবশ্যই এই ভ্যাকসিনের দাম প্রসঙ্গেই এমন প্রশ্ন কারণ এর দাম অন্য ভ্যাকসিনের তুলনায় বেশি। কেন্দ্রের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে ভ্যাকসিনেশন কী অবস্থায় রয়েছে তা রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। 

এর পাশাপাশি, বিভিন্ন রাজ্যকে ভ্যাকসিন পাঠানোর ক্ষেত্রে কেন্দ্র কী পদ্ধতি অবলম্বন করছে বা কী নীতি গ্রহণ করেছে তাও জানতে চায় আদালত। কত কোভিশিন্ড আর কত কোভ্যাক্সিন পাঠানো হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছে। তাছাড়াও এখনো পর্যন্ত দেশের মোট কত মানুষ ভ্যাকসিন নিয়েছেন, কী কী ভ্যাকসিন নিয়েছেন, কত সংখ্যক মানুষ কোন কোন ডোজ নিয়েছে তাও কেন্দ্রের কাছে জানতে চায় আদালত। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ কোন ব্যক্তি কী ভ্যাকসিন পাচ্ছেন তার হিসাব রাখাটাও অত্যন্ত জরুরি। কারণ টিকা নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন। ফলে টিকা গুলির কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়ার পর্যালোচনার জন্য টিকা গ্রহণকারীদের সমস্ত তথ্য নথিবদ্ধ হওয়া দরকার। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- তৃণমূলের সঙ্গে জোট করবে সিপিএম? বিমানের কথায় বড় ইঙ্গিত

এদিকে, করোনা অতিমারিতে অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া নেওয়ায় উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির। বিশেস করে গ্রাম বাংলার মানুষের আর্থিক দুর্বলতা সত্বেও তাদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে । অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়া নির্দেশ প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ আগস্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =