স্কুল নিয়ে তথ্য নেই সরকারের কাছে! ‘অবাক’ হাইকোর্টের তীব্র ভর্ৎসনা

স্কুল নিয়ে তথ্য নেই সরকারের কাছে! ‘অবাক’ হাইকোর্টের তীব্র ভর্ৎসনা

কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন স্কুল গুলি কী অবস্থায় রয়েছে এবং সেখানে পড়ুয়াদের সংখ্যা কত, পড়ুয়া প্রতি শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কত, এই সব ব্যাপারে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। গত ৯ আগস্ট এই তথ্য জানতে চাওয়ার পর প্রায় একমাস সময় দেওয়া হয়। কিন্তু এই সময়ের মধ্যেও এই বিষয়ে কোন তথ্য আদালতে জমা দিতে পারেনি রাজ্য সরকার। তাই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন এবং একই সঙ্গে তিনি অবাকও। রাজ্য সরকারের কাছে স্কুল সম্পর্কে কোনো তথ্য নেই এটা ভাবতে পারছেন না তিনি। এই প্রেক্ষিতেই রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে।

আরও পড়ুন- NHRC-এর সুপারিশে স্বীকৃতি, ভোট পরবর্তী অশান্তি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টে

উপরিউক্ত সমস্ত তথ্য জানতে চাওয়ার পর কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে এক মাসের মধ্যে সব তথ্য দিতে হবে আদালতকে। কিন্তু নির্ধারিত এক মাস পেরিয়ে যাওয়ার পরেও সরকারের তরফে কোন রকম তথ্য দেওয়া হয়নি। এই প্রেক্ষিতেই প্রচণ্ড অবাক কলকাতা হাইকোর্টের প্রধান ভারপ্রাপ্ত বিচারপতি। তিনি তাজ্জব হয়ে গিয়েছেন যে রাজ্যে একটা সরকার চলছে কিন্তু তাদের কাছে রাজ্যের স্কুল সম্পর্কে কোনো তথ্য নেই। কতজন পড়ুয়া বা শিক্ষক-শিক্ষিকা রয়েছেন তাও তারা জানেন না! কার্যত রাজ্য সরকারের এই উদাসীনতায় প্রচন্ড বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন- বাংলায় নির্বাচনের রণকৌশলই ভুল ছিল! মানতে ‘বাধ্য’ হল বিজেপি

এদিকে রাজ্য সরকার জানিয়েছে যে বিস্তারিত তথ্য প্রকাশ করার জন্য আরো কিছুটা সময় প্রয়োজন রয়েছে কিন্তু আদালত খুব বেশি সময় দিতে রাজি হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =