কলকাতা: রামপুরহাট-হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ শুক্রবার বগটুই-কাণ্ডের রায় ঘোষণার সময় আদালত জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত৷ সেই সঙ্গে সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- বগটুইয়ে নেই, দিল্লিতে দিলীপ, দলের নির্দেশ, নাকি নিজস্ব মর্জি?
বগটুই হত্যা-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে বগটুই-কাণ্ডে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলাকে একত্র করে শুক্রবার শুনানি হয় হাই কোর্টে। এর আগে বুধবার রাজ্য পুলিশের সিট-এর কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল আদালত। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘আমরা রামপুরহাটের ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছি। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত মনে করছে এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতেই দেওয়া উচিত। বিচার এবং সমাজে প্রতি ন্যায়ে স্বচ্ছ তদন্ত করে সত্য প্রকাশ্যে অনাটা অত্যন্ত জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই এই মামলাটি সিবিআই-র হাতে তুলে দিতে চায় আদালত। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক।’’
আদালত জানিয়েছে, এবার থেকে এই মামলায় রাজ্য সরকার গঠিত সিট কোনও তদন্ত করতে পারবে না। তাছাড়া ‘কেস পেপার’ তৈরি করেই থেমে থাকবে না সিবিআই। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থাও করা হবে৷ তদন্তের প্রয়োজনে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তী শুনানির সময় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে। ৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>