Aajbikel

OMR সিট মুড়ে বিক্রি হচ্ছে কেক! চায়ের দোকানে হইচই

 | 
omr

বোলপুর: নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে তুলকালাম হচ্ছে রাজ্যে। পরপর গ্রেফতারি, একাধিক তথ্য সামনে আসা, ওএমআর সিটে নম্বর বৃদ্ধি, সব নিয়ে আলোচনা, হইচইয়ের শেষ নেই। এবার আরও এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল বাংলায়। ওএমআর সিট মুড়ে কেক বিক্রি হচ্ছে এক চায়ের দোকানে! ছবি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুরে।

আরও পড়ুন- সুপ্রিম করতে ফের পিছল শুনানি, ডিএ নিয়ে জটিলতা বাড়ছেই

জানা গিয়েছে, এদিন সকালে বোলপুরের এক চায়ের দোকানে যান কয়েকজন। সেখান থেকে কেক কেনেন তারা। কিন্তু কেকের প্যাকেট হাতে নিতেই চক্ষুছানাবড়া। দেখা যায়, কেক মোড়ানো ওএমআর সিটে! সেখানে আবার কারও নাম, নম্বর সবই লেখা। এই জিনিস দেখামাত্রই শোরগোল পড়ে যায় চায়ের দোকানে। এত গুরুত্বপূর্ণ জিনিস কী ভাবে এই জায়গায় এল, সেই প্রশ্নই স্বাভাবিকভাবে চলে আসে মানুষের মনে। যদিও এই ব্যাপারে চায়ের দোকানের মালিক সেইভাবে কিছুই বলতে পারেননি। স্থানীয় সূত্রে খবর, তিনি শুধু জানিয়েছেন ব্যান্ডেলের একটি দোকান থেকে ওই কেক আনা হয়েছিল। 

বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও এখনও পর্যন্ত এটি জানা যায়নি যে এই ওএমআর সিটগুলি আদতে কোন পরীক্ষার বা কোন সালের। আর এগুলি এইভাবে কী ভাবে ব্যবহার করা হল সেটাও কারও মাথায় ঢুকছে না। কিন্তু স্থানীয়দের কাছে এটা স্পষ্ট যে নিয়োগে চূড়ান্ত দুর্নীতি হয়েছে। 

Around The Web

Trending News

You May like