দাসপুর: ভোট ঘোষণা হতেই শনিবার দেবের পাড়ায় রোড শো করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রোড শো শেষে জনসভা থেকে ঝাঁঝালো ভাষায় বিঁধলেন বিজেপিকে৷ খোঁচা দিলেন বঙ্গ সফরে এসে গরিব মানুষের বাড়িতে তাঁদের মধ্যাহ্নভোজ নিয়ে৷
আরও পড়ুন- ‘বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতছে সিআইডি, আইবি’, বিস্ফোরক শুভেন্দু
এদিন তোপ দেগে অভিষেক বলেন, ‘‘দিনের বেলায় কলা পাতার সঙ্গে দোস্তি, আর রাত্রে জমকালো পাঁচতারা হোটেলে বসে মস্তি৷’’ তাঁর হুঙ্কার, ‘‘যারা মেদিনীপুরের আশা ভরসা দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে, তাঁদের মেদিনীপুরের মানুষ জবাব দেবে৷ বহিরাগতদের দিয়ে বাংলা দখল করার জেদ চেপেছে বিজেপির৷ কিন্তু আপনাদের থেকেও দ্বিগুণ জেদ আমার৷ বাংলা থেকে বহিরাগতদের বিতারিত করব৷ যা ইচ্ছা করে নিন৷’’
সম্প্রতি কয়লা কাণ্ডে অভিষেকের বাড়ি হানা দিয়েছিল সিবিআইই৷ জেরা করা হয় অভিষেকের স্ত্রী রুজিরাকে৷ কিন্তু এদিন সুর চড়িয়ে অভিষেক বলেন, ‘‘ইডি, সিবিআই দেখিয়ে কী ভাবছে ওঁরা? একজন শিড়দাঁড়া বেচে বিজেপি’তে নাম লিখিয়েছে৷ ভাবছে আমাকেও তাই করবে৷ সেও মানুষ, আমিও মানুষ, তফাৎটা শুধু শিড়দাঁড়ায়৷ উনি শিড়দাঁড়া বিক্রি করেছেন৷ কিন্তু আমার শিড়দাঁড়া হোলসেল নয়৷ আমাকে কিনতে পারবেন না’’ তাঁর হুঙ্কার, ‘‘আমাকে কেটে দিলেও আমার গলা দিয়ে জয় হিন্দ বেরোবে, জয় বাংলা বেরোবে, জয় মেদিনীপুর বেরবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরবে৷ আমাকে ধমকে, চমকে লাভ নেই৷’’
আরও পড়ুন- ভোট ঘোষণা হতেই রাজ্যে পৌঁছল আরও কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে উত্তাপ
অভিষেক বলেন, ‘‘আজ থেকে শুরু হল৷ আগামী দিনে আরও ২০ বার মেদিনীপুরে আসব৷ এক ছটা জমিও বিজেপি বা কংগ্রেস-সিপিএমকে ছাড়ব না৷’’ তাঁর মুখে স্লোগান, ‘‘আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায়, বাংলা নিজেরে মেয়েকে চায়’’৷ যাওয়ার আগে তাঁর বার্তা, ‘‘সবাইকে বলব সবুজ আবির কিনে রাখ৷ দোলটা ২ মে খেলা হবে৷’’