‘সমব্যথী’ প্রকল্পে ৬০ কোটি বরাদ্দ, এতদিনে খরচ ৩০ কোটির বেশি

‘সমব্যথী’ প্রকল্পে ৬০ কোটি বরাদ্দ, এতদিনে খরচ ৩০ কোটির বেশি

কলকাতা: দরিদ্র পরিবারে কারও মৃত্যু হলে শোক ছাপিয়ে ধরা দেয় অর্থিক পরিস্থিতি৷ সৎকার থেকে আদ্যশ্রাদ্ধ, কোত্থেকে হবে আসবে টাকা? এই কথা ভেবেই রাজ্য সরকার চালু করেছিল ‘সমব্যথী’ প্রকল্প। মৃতদেহ সৎকারের জন্য হাতে-হাতে দু’হাজার টাকা তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পেই আগামী অর্থ বছরের জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এমনটা জানান হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন- নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত 

শনিবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, চলতি অর্থ বছরের গত ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে সুবিধা দেওয়ার জন্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর থেকে বিভিন্ন জেলা প্রশাসনকে মোট ৩৮ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তার মধ্যে ১ লক্ষ ৫৪ হাজার ১৫১ জন মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে ৩০ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে এই প্রকল্প চালু আছে রাজ্যে।