কলকাতা: বেনজির ভাবে রাজ্যে আট দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ ২৭ মার্চ থেকে শুরু হয়ে ভোট পর্ব চলবে ২৯ এপ্রিল পর্যন্ত৷ শুক্রবার বিকেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়৷
আরও পড়ুন- ‘ডোবায় সাঁতরাতে পারেন না, তিনি আবার ইংলিশ চ্যানেলে?’, তীব্র কটাক্ষ সিদ্দিকুল্লার
এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিটি তৈরি করা হয়েছে৷ এই ইলেকশন কমিটিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায় এবং সিএম জাটুয়া৷ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষে এই ১২ জনের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে৷ এদিন নিজের বক্তব্য টুকু বলার পরেই আসন ছেড়ে উঠে যান পার্থ চট্টোপাধ্যায়৷ সাংবাদিকদের প্রশ্ন করলেও কোনও উত্তর না দিয়ে সোজা বেরিয়ে যান৷
এদিকে প্রথা ভেঙে এদিন আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল না তৃণমূল৷ তার বদলে শুধুমাত্র কমিটি গঠন করার কথা জানানো হল৷ নির্বাচন কমিশনের ভোট ঘোষণায় নাখুশ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “কাকে সুবিধা দেওয়ার জন্য ৮ দফা নির্বাচন?” একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ৮ দফায় বাংলায় খেলা হবে, হারিয়ে ভূত করে দেব!
আরও পড়ুন- রাজ্যে কোন দফায় কত আসনে কোথায় কোথায় ভোট, জেনে নিন নির্ঘণ্ট
এক জেলায় কেন একাধিক দিনে ভোট করা হচ্ছে এদিন সেই প্রশ্নও তুলেছেন মমতা৷ তাঁর কটাক্ষ, মনে হয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথা মতো দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের জোর বেশি, তাই সেখানে তিন দফায় নির্বাচন ঘোষণা করা হয়েছে৷