‘ডোবায় সাঁতরাতে পারেন না, তিনি আবার ইংলিশ চ্যানেলে?’, তীব্র কটাক্ষ সিদ্দিকুল্লার

“ভাবছে ৪০ আসনেই জয় পাবে, রাজনীতিতে ওর পরিণতি আসেনি”, বললেন প্রবীণ নেতা

বর্ধমান: ২০২১-এর ভোটমুখী বাংলায় নতুন দল গড়ে চমক লাগিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। তাঁর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (ISF) সঙ্গে বাম-কংগ্রেসের জোটও প্রায় পাকা। এমনকি আগামী রবিবার বামেদের ডাকা ব্রিগেডে হাজির থাকবেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু এহেন আইএসএফ প্রধানকেই এবার কড়া সমালোচনায় বিঁধলেন রাজ্যের তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

আব্বাস সিদ্দিকীর বয়স নেহাতই কম, তাই এখনও রাজনীতির আঙিনায় পরিণত হননি তিনি, এদিন এমনটাই জানিয়েছেন রাজ্যের অন্যতম প্রবীণ মুসলিম নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। বর্ধমানের এক সাংবাদিক সম্মেলন থেকে পীরজাদা সিদ্দিকী সম্পর্কে তাঁর কটাক্ষ, “ও পাড়ার ডোবায় সাঁতরাতে পারে না, অথচ ইংলিশ চ্যানেল পার করতে নেমেছে।” তৃণমূল নেতার এহেন মন্তব্য বাংলার ভোট পূর্ববর্তী আবহে নতুন করে যোগ করেছে উত্তাপ।

এদিন মঙ্গলকোটের তৃণমূল সাংসদ সিদ্দিকুল্লাহ চৌধুরী বাম-কংগ্রেসের সঙ্গে জোটে উদ্যত আইএসএফ নেতার সমালোচনা করে বলেন, “উনি পরের হাতে তামাক খাচ্ছেন। ফুরফুরা শরিফ কখনো সক্রিয় রাজনীতিতে জড়ায়নি।” এখানেই শেষ নয়, আরো একধাপ এগিয়ে গিয়ে আব্বাস সিদ্দিকীকে ‘হায়দ্রাবাদের উড়ন্ত পাখি’ বলেও কটাক্ষ করেন তৃণমূল নেতা। তাঁর কথায়, “হায়দরাবাদের উড়ন্ত পাখিকে বাংলায় দরকার নেই। আব্বাস আসলে পুতুল নাচ নাচছেন। উনি ভাবছেন এখানে ৪০টি আসনই জিতবেন। কিন্তু যে পাড়ার মাঠেই ফুটবল খেলতে পারে না, সে কীভাবে ইস্টবেঙ্গল-মোহনবাগান খেলবে?”

এ প্রসঙ্গে উল্লেখ্য, পীরজাদা আব্বাস সিদ্দিকী একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে যে রাজনীতির পথে হাঁটছেন তা খুব একটা ভালো চোখে দেখছেন না রাজ্যের অধিকাংশ মুসলিম নেতারা। তবে তাতে অবশ্য দমে নেই আইএসএফ। রাজ্য থেকে তৃণমূল ও বিজেপিকে পরাজিত করতে তিনি এখন বাম-কংগ্রেসের সঙ্গে জোট স্বপ্নে মশগুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =