কলকাতা: শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ইতিমধ্যেই কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্রাত্য বসুকে। শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ, বিষ পানের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। সেই ঘটনা প্রসঙ্গে আবার প্রতিবাদী শিক্ষক-শিক্ষিকাদের ‘বিজেপি ক্যাডার’ বলেছিলেন তিনি। তাই নিয়ে আলাদা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এবার সব বিতর্ক পেছনে ফেলে শিক্ষক-শিক্ষিকাদের খোলা চিঠি লিখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন, তাঁরা সব সময় তাঁদের পাশে আছেন। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর লেখা এই চিঠির কপি রাজ্যের শিক্ষক–শিক্ষিকাদের দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
আরও পড়ুন- ‘দিলীপবাবুর নেতৃত্বটাই তো প্রশ্নচিহ্নের মুখে’, পাল্টা আক্রমণ চন্দ্রিমার
ব্রাত্য বসু এই চিঠি লিখেছিলেন, শিক্ষক দিবসের দিন। সকল প্রধান শিক্ষক, শিক্ষিকাদের বলা হয়েছে সেই চিঠির কপি বাকি সকল শিক্ষক, শিক্ষিকাদের দিয়ে দেওয়ার জন্য। এমনকি সবাই এই চিঠির কপি পেয়েছে কিনা তা জানতে একটি রিপোর্ট দেওয়ার কথাও জানান হয়েছে। এখন প্রশ্ন যে এই চিঠিতে কী রয়েছে। জানা গিয়েছে্, এই চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেছেন যে, পশ্চিমবঙ্গ সরকার গত ১০ বছর ধরে শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান উন্নয়ন সাধন করেছে। ২,৭০০ বিদ্যালয় মাধ্যমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে এবং উচ্চমাধ্যমিক স্তরের ড্রপ আউট রেট ২০১১ সালের তুলনায় কমে ৭.৪% হয়েছে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ২০১১ সালের পর থেকে শিক্ষক-শিক্ষার্থীর প্রতি মাসে নিয়মিত বেতনভাতাও নিশ্চিত করেছে এই রাজ্য সরকার। এছাড়া শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী পোর্টালের কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন- রক্ষাকবচকে চ্যালেঞ্জ! শুভেন্দুর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য
বিশেষজ্ঞদের একাংশের মতে, বিগত কয়েক দিনে যে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছিল তা আঁচ কমাতেই এই চিঠি লিখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারের বিরুদ্ধে যে অসন্তোষ প্রকাশ হচ্ছিল তা কমাতেই এই উদ্যোগ। যদিও অন্য অংশ মনে করছে যে, শিক্ষামন্ত্রী হওয়ার পর আসলে তিনি এইভাবে সকল শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানালেন।