Aajbikel

ইডি'কে প্রয়োজনীয় নথি দিয়েছেন বনি, প্রথম জিজ্ঞাসাবাদে নাকি কেঁদেওছিলেন

 | 
বনি

কলকাতা: গত বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখেই তাঁর নাম পেয়েছিল ইডি এবং সেই প্রেক্ষিতেই তলব করা হয়েছিল। মঙ্গলবার আবার বনিকে এই সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। টানা আড়াই ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়েছেন বনি। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছে, গোয়েন্দা আধিকারিকরা তাঁর থেকে যা যা নথি চেয়েছিলেন তা তিনি দিয়েছেন। তাঁর আশা, এরপর তাঁকে আর ডাকবেন না ইডি। 

আরও পড়ুন- চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে জোর, বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম নিয়ে পদক্ষেপ

প্রথমবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়ে বনি কার্যত স্বীকার করে নিয়েছিলেন যে তিনি কুন্তলের থেকে গাড়ি কেনার জন্য টাকা নিয়েছিলেন। তবে তাঁর দাবি ছিল, কুন্তলের বেশ কিছু ইভেন্ট করে দেওয়ার পারিশ্রমিক হিসেবে তিনি সেই টাকা নেন। ৩৫-৪০ লক্ষ টাকা বনি নিয়েছিলেন বলেই জানা গিয়েছে। সেই গাড়ি কেনার নথি মঙ্গলবার ইডি দফতরে তিনি জমা দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। ইডির নজরে টলিউডের আরও বেশ কয়েকজন আছে। তাদের মধ্যে আগামী দিনে কাউকে তলব করা হয় কিনা সেটাও দেখার বিষয়। আবার তাদের সঙ্গে বনির কোনও যোগসূত্র আছে কিনা সেটাও দেখতে হবে। এমনিতেই অভিনেত্রী কৌশানি চট্টোপাধ্যায়ের নামও ইতিমধ্যেই এই ইস্যুতে জড়িয়ে গিয়েছে। 

এদিকে ইডি সূত্রে এও জানা গিয়েছে, প্রথমবার আধিকারিকদের মুখোমুখি হয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেতা বনি। গত বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে অভিনেতাকে দু'দফায় প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর, দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ চলাকালীনই কেঁদে ফেলেছিলেন অভিনেতা। আসলে ইডির কাছে তিনি কুন্তলের টাকা ফেরত দেওয়ার আর্জি করেছিলেন। অনুমান, টাকা ফেরত দিতে না পারলে কী হবে, বা এত টাকা ফেরত দেবেন কী ভাবে, নিয়োগ মামলায় তিনি যুক্ত হয়ে গেলেন কিনা, এইসব ভেবেই আতঙ্কিত হয়ে যান অভিনেতা। 

Around The Web

Trending News

You May like