হাঁসখালি: অভিযুক্তের বিছানার চাদরে বীর্যের নমুনা থেকে, রক্তমাখা কাপড়ের টুকরো আগেই মিলেছিল। এবার হাঁসখালি কাণ্ডে নয়া মোড় এল। যে শ্মশানে ওই নাবালিকাকে দাহ করে দেওয়া হয়েছিল সেই শ্মশান থেকে মিলেছে তিন টুকরো হাড়! শ্মশানের ছাই ঘেঁটে পাওয়া গিয়েছে সেটি। যদিও এই হাড় আদৌ ওই নাবালিকার কিনা তা জানা বাকি আছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা ওই হাড়ের টুকরো গুলি সিবিআই গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অসুস্থ হয়ে পড়লেন হাঁসখালির নির্যাতিতার বাবা-মা, যেতে হল হাসপাতালে
এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি আরও কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর আরও তৎপরতা বেড়েছে। গতকালই মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালিকে জেরা করে পুলিশ জানতে পারে যে কোন ঘরে ধর্ষণ হয়। সেখান থেকেই একটি বিছানার চাদর সংগ্রহ করে এনেছিলেন তদন্তকারীরা। তা থেকেই বীর্যের নমুনা পাওয়া গিয়েছে। এছাড়াও রক্তমাখা এক কাপড়ের টুকরো হাতে পেয়েছে পুলিশ। সেটি থেকেও অনেক কিছু জানা যাবে বলে অনুমান সকলের। এখন শ্মশান থেকে পাওয়া এই হাড়ের টুকরো কী তথ্য দেয় বা আদৌ দেয় কিনা তা জানার অপেক্ষায় সকলে। কারণ ওই রক্তমাখা কাপড়ে নির্যাতিতারই রক্ত রয়েছে কি না সেটা এখনও জানা সম্ভব হয়নি।
অন্যদিকে আরও মর্মান্তিক বিষয় হল, ওই নির্যাতিতার শ্রাদ্ধানুষ্ঠান ঠিক মতো হবে কিনা সেই নিয়েও সঙ্কোচ তৈরি হয়েছে। কোনও ব্রাহ্মণ মৃত নাবালিকার বাড়ি আসতে চাইছেন না বলে অভিযোগ পরিবারের। দাবি করা হচ্ছে, যাতে কোনও ব্রাহ্মণ ওই বাড়িতে না আসে, তার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছে অভিযুক্তদের তরফ থেকে। আপাতত তাই কোনও ব্রাহ্মণ নিহত নাবালিকার বাড়িমুখো না হতে চাওয়ায় এদিন হচ্ছে না শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান৷