অর্জুন সিংয়ের বাড়ির সামনে রাতভর বোমামাজি, উত্তপ্ত ভাটপাড়া, নামানো হল ব়্যাফ

অর্জুন সিংয়ের বাড়ির সামনে রাতভর বোমামাজি, উত্তপ্ত ভাটপাড়া, নামানো হল ব়্যাফ

ভাটপাড়া:  ভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ের সামনে চলল ব্যাপক বোমাবাজি৷ রাতভর তাঁর বাড়ির সামনে দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটে৷ এর আগে একাধিকবার সংঘর্ষের খবর মিলেছে ভাটপাড়া, ব্যারাকপুর ও টিটাগড় থেকে৷ গতকাল রাত থেকে ফের উত্তেজনা ছড়াল এলাকায়৷ 

আরও পড়ুন- রেলের ঘরে করোনার থাবা, সংক্রমিত বহু কর্মী, বাতিল গুচ্ছ ট্রেন

প্রসঙ্গত, আগামীকাল ষষ্ঠদফার ভোট হবে ব্যারাকপুরে৷ তার আগে এভাবেই এলাকায় উত্তেজনা ছড়াল৷ ভোটের দিন ব্যারাকপুরে অশান্তি হতে পারে আগে থেকেই আশঙ্কা করে এখানে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন৷ এবার ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী৷ রাজের সমর্থনে এলাকায় ব্যাপক প্রচার চালিয়েছে তৃণমূল৷ কিন্তু ভোটের আগে করোনা আক্রান্ত রাজ ও তাঁর স্ত্রী শুভশ্রী৷ ফলে তাঁর অনুপস্থিতিতেই চলেছে জোড় কদমে প্রচার৷ এদিকে ব্যারাকপুর-ভাটপাড়া এলাকা অর্জুনগড় হিসাবেই পরিচিত৷ ফলে এই এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে  দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া, ব্যারাকপুর, টিটিগড় সহ সংলগ্ন এলাকা৷ 

আরও পড়ুন-ষষ্ঠ দফার ভোটে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী? পড়ুন বিস্তারিত

গতকাল সারা রাত মেঘনামোড়ে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে শুরু হয় বোমাবাজি৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ গোটা এলাকায় তলছে তল্লাশি৷ এদিকে অভিযোগ, তল্লাশি চলার সময় বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের হেনস্থা করে পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া৷ পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ায় সাংসদ অর্জুন সিং৷ তবে শুধু ভাটপাড়াই নয়, এদিন কাঁচড়াপাড়াতেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠেছে৷ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে ব়্যাফ৷ রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে৷ এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =