রেলের ঘরে করোনার থাবা, সংক্রমিত বহু কর্মী, বাতিল গুচ্ছ ট্রেন

রেলের ঘরে করোনার থাবা, সংক্রমিত বহু কর্মী, বাতিল গুচ্ছ ট্রেন

e7af2b2ca91ae8dfdc327000f35d4257

কলকাতা:  এবার করোনার থাবা রেলের ঘরে৷ হাওড়া ও শিয়ালদহ শাখায় চালক-গার্ড মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৬২৪ জন কর্মী৷ করোনা হানা দিয়েছে রেলের রান্না ঘরেও৷ হাওড়া, শিয়ালদহ, মালদহ, নিউ জলপাইগুড়ি স্টেশনের বেস কিচেনের একাধিক কর্মী করোনা আক্রান্ত হয়েছে৷ যার জেরে কিছুটা হলেও ব্যহত পরিষেবা৷ সম্পূর্ণ পরিষেবা দিতে সমস্যায় পরেছে আইআরসিটিসি৷ 

আরও পড়ুন- ষষ্ঠ দফার ভোটে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী? পড়ুন বিস্তারিত

হাওড়া ও শিয়ালদহ শাখায় ৬২৪ জন কর্মী করোনা আক্রান্ত হওয়ায় একাধিক প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে৷ শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে ৩৩ জোড়া লোকাল ট্রেন৷ অন্যদিকে হাওড়া শাখায় বাতিল করা হয়েছে ১৬টি প্যাসেঞ্জার ও ১৯ জোড়া লোকাল ট্রেন৷ তবে দুই ডিভিশনেই মেল ও এক্সপ্রেস ট্রেন সময় সূচিমেনে চালানো হচ্ছে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷  

রাজ্য জুড়ে আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ৷ রেল কর্মীদের মধ্যে হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণের সংখ্যা৷ ফলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ লোকাল ট্রেনের সংখ্যাও কমতে শুরু করেছে৷ অন্যদিকে বেস কিচেনের একাধিক কর্মী আক্রান্ত হওয়ায় রেডি টু ইট মিলের উপর প্রভাব পড়েছে৷ শিয়ালদহ স্টেশনের বেস কিচেনে রান্না বন্ধ রয়েছে৷ সেখানে ১১জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ অন্যদিকে হাওড়া শাখার বেস কিচেনে সংক্রমণ দেখা দিয়েছে ৯ জন কর্মীর মধ্যে৷ পাশাপাশি মালদহ বেস কিচেনে করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন এবং নিউ জলপাইগুড়ি বেস কিচেনে সংক্রমণের কবলে ৮ জন কর্মী।  এছাড়াও ট্রেনে যাঁরা থাকেন, তাঁদের মধ্যেও প্রায় ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ 

আরও পড়ুন- ষষ্ঠ দফার ভোটে সবচেয়ে বড়লোক প্রার্থী কে? পড়ুন বিস্তারিত

এদিকে আইআরসিটিসি’র গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিষ চন্দ্র বলেন, “আমরা সমস্ত নিয়ম মেনে চলছি৷ প্রতি মুহূর্তে স্যানিটাইজ করা হচ্ছে৷ মাস্ক ও ফেস কভার ব্যবহার করছেন সমস্ত কর্মীরা। তারপরেও কিন্তু সংক্রমণ রোখা যাচ্ছে না৷ একের পর এক কর্মী আক্রান্ত হচ্ছেন। তবে এবার উদ্বেগ বাড়িয়ে আক্রান্ত হচ্ছেন স্বল্প বয়সী কর্মীরাও৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *