কলকাতা: দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার পর থেকে এই ধরনের ঘটনার খবর বারবার আসছে। নৃশংস ঘটনার সাক্ষী থেকে বাদ নেই বাংলা। পশ্চিমবঙ্গে ফের কাটা দেহাংশ উদ্ধার হল। নদিয়ার কল্যাণী থানার ২ নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির পাশে একটি জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে একটি কাটা মাথা পাওয়া গিয়েছে বলে খবর। তার সঙ্গে ছিল কিছু দেহাংশ। সব অংশ পচে গিয়েছিল।
আরও পড়ুন- ভোটের মধ্যে গুজরাতে ‘বেলাইন’ মোদীর বন্দে ভারত এক্সপ্রেস! ধাক্কা দিল গরুকে
জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে ওই এলাকাবাসীরা পচা গন্ধ পাচ্ছিল। তা নিয়ে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু বোঝা যাচ্ছিল না যে কোথা থেকে এই দুর্গন্ধ আসছে। শেষে হদিশ মেলে কাটা মাথার। ওই জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে একটি কাটা মাথা পাওয়া যায়। সেটি পচে গিয়েছে। তার আশপাশে পড়ে ছিল পচাগলা দেহের বিভিন্ন অংশ। তা দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী, খবর দেওয়া হয় পুলিশে। অল্প সময়ের মধ্যে পুলিশ এসে কাটা দেহাংশ উদ্ধার করে। যদিও আশপাশ থেকে কোনও পোশাক বা অন্য কোনও জিনিস উদ্ধার হয়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি যুবকের মৃতদেহের টুকরো। তবে তাকে এই জঙ্গলেই মারা হয়েছে না অন্য কোথাও খুন করে তারপর দেহের টুকরো করে এখানে ফেলা হয়েছে তা এখনও জানতে পারেনি তারা। মাথার খুলি এবং দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে আপাতত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পরেই আসল তথ্য জানা যাবে।