আবারও বিস্ফোরণ বাংলার গ্রামে! কারণ কি মজুত বোমা

আবারও বিস্ফোরণ বাংলার গ্রামে! কারণ কি মজুত বোমা

বাসন্তী: বগটুই গ্রামের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। রাজনৈতিক তরজাও চলছে পুরোদমে। মুখ্যমন্ত্রী গ্রামে গিয়ে কড়া নির্দেশ দেওয়ার পরই সেখান থেকে মজুত বোমা পাওয়া গিয়েছিল। এই আবহেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বড় বিস্ফোরণ ঘটল। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। অনেকের প্রশ্ন, মজুত রাখা বোমা থেকেই কি বিস্ফোরণ? উত্তর অবশ্য এখনও মেলেনি।

আরও পড়ুন- তোলাবাজির কারণেই রামপুরহাট কাণ্ড, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর বোরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে আচমকা এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়িতে আগুন লেগে যায়। এক পাশের দেওয়াল ফেটে গিয়েছে বলেও খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। কী কারণে ওই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মতে, ওই বাড়িতে মজুত রাখা ছিল বোমা। তা ফেটেই বিস্ফোরণ হয়েছে। তাই আশেপাশের বাসিন্দারা এমনিতেই আতঙ্কিত হয়ে আছেন। যদিও পুলিশ মনে করছে, সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হতে পারে। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

কিছুদিন আগেই মালদহের কালিয়াচকে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াগ্রামে হাবিবুর শেখ নামের একজনের বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেই ছিল তিন বছরের শিশু। আগুন পুড়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে বাঁচানো যায়নি। সেখানেও স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, সিলিন্ডার নয়, বোমা ফেটেই এই ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =