দুপুরে অভিষেকর সভা, তার আগেই কাঁথিতে বিস্ফোরণ! উড়ল তৃণমূল নেতার বাড়ি

দুপুরে অভিষেকর সভা, তার আগেই কাঁথিতে বিস্ফোরণ! উড়ল তৃণমূল নেতার বাড়ি

কাঁথি: অধিকারী গড় কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে কৌতূহল ছিলই। কারণ এই সভার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন খোদ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কিন্তু হাইকোর্ট সেই সভার অনুমতি দিয়েছে। কিন্তু সেই সভার আগেই বিরাট ঘটনা ঘটল কাঁথিতে। বিস্ফোরণে উড়ল এক তৃণমূল নেতার বাড়ি। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণটি ঘটে। জানা গিয়েছে, তৃণমূল নেতা সহ ৩ জন গুরুতর আহত। বোমা বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আরও পড়ুন- হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, ‘দুয়ারে রেশন’ নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিরোধীদের অভিযোগ, ওই নেতার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল এবং তাতেই বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত উড়ে যায়। পুলিশের তরফ থেকে কোনও মৃত্যুর খবর না দেওয়া হলেও বিজেপি দাবি করছে যে, ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, এদিন এই বিস্ফোরণ স্থল থেকে মাত্র ৪০ কিমি দুরেই আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভার নিরাপত্তা নিয়ে এখন আরও বেশি তোড়জোড় শুরু হয়েছে। অন্যদিকে, নন্দীগ্রামে আবার তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ব্যাপক উত্তাপ জেলায়।

আদালত শনিবারের এই সভার জন্য কিছু শর্ত দিয়েছিল। তা মেনেই এদিনের সভা করতে হবে তৃণমূলকে। আদালতের নির্দেশ, শান্তিপূর্ণ পরিবেশে সভা করতে হবে। আর পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ নিশ্চিত করবেন যাতে কোনও সমস্যা না হয়। এই বিষয়ে আগামী সোমবার রিপোর্ট জমা দেবে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =