‘তৃণমূল করিস’? হুমকি দিয়ে রাতের ভবানীপুরে দাপিয়ে বেরাল কোলা গাড়ি!

‘তৃণমূল করিস’? হুমকি দিয়ে রাতের ভবানীপুরে দাপিয়ে বেরাল কোলা গাড়ি!

কলকাতা: সোমবার ভবানীপুরে ভোট প্রচারের শেষ দিনে উত্তপ্ত হয়ে ওঠে যদুবাবুর বাজার৷ দিলীপ ঘোষকে ঘিরে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ৷ মাথা ফাটে এক বিজেপি কর্মীর৷ অন্যদিকে পিস্তল উঁচিয়ে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ ঘটনার রেশ গড়াল রাতেও৷ রাতের অন্ধকারে ভবানীপুরে দাপিয়ে বেরাল কালো গাড়ি৷ চলল তৃণমূল কর্মীদের উপর অত্যাচার৷ 

আরও পড়ুন- রাজ্যে বাকি চার আসনেও ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিল কমিশন

দুই যুবকের অভিযোগ, তাঁদের উপর আক্রমণ চালানো হয়েছে৷ আক্রমণকারীরা বিজেপি’র লোক৷ তাদের সকলের গলায় ছিল গেরুয়া উত্তরীয়৷ যদিও তাদের পরিচয় জানা নেই বলেই জানিয়েছেন ওই দুই যুবক৷ সত্যদীপ মল্লিক নামে এক যুবক জানান, রাতে বাড়ির সামনেই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি৷ সেই সময় তাঁদের সামনে এসে দাঁড়ায় একটি কালো গাড়ি৷ কয়েক জন লোক নেমে এসেই তাঁদের জিজ্ঞাসা করেন, তৃণমূল করিস? জবাব দেওয়ার আগেই তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ এর পরেই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন দুই যুবক৷ 

এদিকে, থানা থেকে অভিযোগ জানিয়ে ফেরার সময় ওই কালো গাড়িটিকে দেখতে পান তারা৷ সঙ্গে সঙ্গে বাইক নিয়ে ধাওয়া করেন৷ তবে গাড়িটি স্পিড বাড়িয়ে বালিগঞ্জ ফাঁড়ির দিকে পালিয়ে যায়৷ এদিকে, গতকালের ঘটনায় নালিশ জানাতে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা৷ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেও এ বিষয়ে জানাবেন তাঁরা৷ নির্বাচন কমিশনের ভূমিকায় রাজ্য নেতৃত্ব অসন্তুষ্ট বলেই জানা গিয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =