বহরমপুর: ফের হোঁচট খেল বিজেপি’র রথ৷ মঙ্গলবার সকালে বহরমপুরের মধুপুর থেকে রথ বেরতেই তাতে বাধা দেয় পুলিশ৷ দাবি, আজ রথযাত্রার অনুমতি ছিল না৷
আরও পড়ুন- “দেশ এতই দুর্বল যে ১৮ বছরের একটা মেয়েকে শত্রু ভাবতে হচ্ছে?” গ্রেটা প্রসঙ্গে তোপ অধীরের
গতকাল রাতে মধুপুরের জামতলায় বিজেপি’র কার্যালয়ে রাখা হয়েছিল বিজেপি’র রথ৷ এদিন সকালে জামতলা থেকে পরিবর্তন যাত্রা সূচনা হতেই তা আটকে দেয় পুলিশ৷ বলা হয়, আজ রথযাত্রার অনুমতি নেই৷ কিন্তু বিজেপি নেতারা রথ এগিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে৷ তাঁরা জানান, বহরমপুরের কপিলের মাঠ পর্যন্ত তাঁদের রথ নিয়ে যাওয়া হবে৷ সেখানে রথ পৌঁছনোর পর যজ্ঞের আয়োজন করা হয়েছে৷ কিন্তু পুলিশ রথ এগোনোর অনুমতি এখনও দেয়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে মধুপুর এলাকায়৷
পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছেন বিজেপি নেতারা৷ এরই মধ্যে বিশাল পুলিশ বহিনী নিয়ে পরিবর্তন যাত্রার রথের পথ আটকানো হয়েছে৷ গতকালও মুর্শিদাবাদে রথযাত্রা নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে একাধিকবার বচসায় জড়ান বিজেপি নেতাকর্মীরা৷ যে রুটে রথ যাত্রার অনুমতি ছিল, তার পরিবর্তে অন্য রুটে তাঁরা রথ নিয়ে যেতে চান৷ এর পরই তাদের বাধা দেওয়া হয়৷ বিজেপি নেতারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখান৷ পুলিশ তাদের পথ আটকায়৷ পরে অবশ্য পূর্ব নির্ধারিত পথ ধরেই এগোয় গেরুয়া রথ৷
আরও পড়ুন- বিধানসভার শেষ অধিবেশনে কেন্দ্রকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর, দিলেন ফিরে আসার বার্তা
আজ সকালে আবারও বহরমপুরের মধুপুরে রথ বেরতেই তা আটকায় পুলিশ৷ এই বিষয়ে আলোচনা চলছে৷ এদিকে বীরভূমের পাশাপাশি আজ ঝাড়গ্রামে বিজেপির রথযাত্রার সূচনা করবেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন দুপুরে লালগড়ের সজীব সঙ্ঘ ময়দানের হেলিপ্যাডে নামবে তাঁর কপ্টার৷ এর ঠিক পাশের মাঠেই জনসভা করার কথা রয়েছে তাঁর। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করবেন নাড্ডা। এখানে থেকে ঝাড়গ্রামে পৌঁছবেন তিনি৷ সেখানে সিধো-কানহুর মূর্তিতে মালা দেবেন৷ ঝড়গ্রাম থেকে যাবেন খড়গপুরে। এদিকে আজ কালনা বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সব কিছু মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি৷