হাত-পা বাঁধা অবস্থায় বাগান থেকে উদ্ধার বিজেপি কর্মী, অশান্ত শান্তিপুর

হাত-পা বাঁধা অবস্থায় বাগান থেকে উদ্ধার বিজেপি কর্মী, অশান্ত শান্তিপুর

শান্তিপুর:  অশান্ত শান্তিপুর৷ চলল গুলি৷ হল বোমাবাজি৷ অন্যদিকে, একটি বাগান থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হল বিজেপি কর্মীকে৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আনেন৷ গোটা রাজপুত পাড়া লেন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷

আরও পড়ুন- শান্তনু ঠাকুরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, ধুন্ধুমার গয়েশপুরে

 
এদিন বোমাবাজি ও গুলি চলার মাঝেই স্থানীয় বাসিন্দারা এক যুবককে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে৷ ওই যুবক বিজেপি কর্মী বলে দাবি৷ ছেলের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা৷ তিনি বলেন, আমি কোনও পার্টি চাই না আমি ছেলেকে চাই৷ তাঁর কথায়,  কয়েকদিন ধরেই তাঁর ছেলেকে হুমকি দেওয়া হচ্ছিল৷ বিজেপি’কে ভোট দিলে মারা হবে বলেও শাঁসাচ্ছিল৷ আজ হাত পা বেঁধে মেরে ফেলা রাখা হয়৷ বিজেপি করে বলে তৃণমূলের ছেলেরা এই সব করেছে৷ ওকে গুলি করে মারার হুমকি দিয়েছে৷ আমাদের বাড়ির সামনেও আজ বোমা ফেলা হয়েছিল৷ সাহাপাড়া এলাকায় একটি বাগান থেকে ২১ বছরের ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে আনা হয়৷ স্থানীয় মানুষ দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে আনা৷        

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =