CRPF-কে ঘিরে রাখার ‘নির্দেশ’, মমতাকে ‘সেন্সর’ করার দাবি বিজেপির

CRPF-কে ঘিরে রাখার ‘নির্দেশ’, মমতাকে ‘সেন্সর’ করার দাবি বিজেপির

কলকাতা: ‘সিআরপিএফ গন্ডোগোল করলে আপনারা সব ঘেরাও করে রাখেন৷ একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন৷ ভোট নষ্ট করবে না৷’ কোচবিহারে জনসভা করে এদিন কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে এমন মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মন্তব্যের বিরোধিতায় এদিনই নির্বাচন কমিশনে গেল বিজেপির প্রতিনিধি দল। যার নেতৃত্বে ছিলেন, বিজেপি নেতা শিশির বাজোরিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিল তারা। 

এদিন শিশির বলেন, জনসভা করে মুখ্যমন্ত্রী পরিস্কার ভাবে বলেছেন যে, কেন্দ্রীয় বাহিনীকে আটক কর, ঘেরাও কর। এইভাবে মন্তব্য করে তিনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সেন্সর’ করার দাবি জানান হয়েছে। বিজেপির দাবি, যদি এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নির্বাচন কমিশন না নেয়, তাহলে এই ধরণের উস্কানির মত ঘটনা আরও বাড়বে ভবিষ্যতে। শিশির আরও বলেন, যে এদিন মমতা কার্যত বুঝিয়ে দিতে চেয়েছেন যে, কীভাবে ভোট লুট করতে হবে। একদল বাহিনী ঘিরে থাকবে, একদল ভোট দেবে, এই ধরনের মন্তব্য অবশ্যভাবে অপরাধ যোগ্য। 

আরও পড়ুন- মার খেয়েও প্রার্থীরা ঘুরবেন, আর এজেন্ট ভয় পেলে দুটো থাপ্পর দিন, কড়া বার্তা মমতার

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ভোটের সময় পুলিশের কথাও বিশ্বাস করবেন না৷ কারণ এই সময় পুলিশও বিজেপি হয়ে যায়৷ যদিও ছোট পুলিশদের কোনও দোষ নেই৷ পুলিশের নেতারাই দায়ী৷ অনেকেই সমঝোতা করে বসে রয়েছেন৷ কালকে আরামবাগে কী হয়েছে দেখে নিয়েছি৷ সেখানে পুলিশের ভূমিকাও দেখে নিয়েছি৷ তাই আমরাও লক্ষ্য রাখব কে কি করছেন না করছেন৷ আমরা শান্তিপূর্ণ ও অবাধ ভোট চাই৷ সিআরপিএফ সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছে না৷ তারা ভোটারদের বাধা দিতে পারে না৷ 

আরও পড়ুন- ভরা জনসভায় সিপিএম’কে ‘স্বৈরাচারী’ বললেন অধীর! বাড়ালেন জোট জট

তৃণমূল নেত্রী বলেন, বিজেপি একদিকে আপনাদের মারছে, আর অন্যদিকে বলছে ভোট করিয়ে আসুন৷ বিজেপি’কে ভোট দিতে বলুন৷ মহিলাদের এলাকা থেকে বেরতে দেবেন না৷ আমরা তো আপনাদের সমর্থন করি৷ সম্মান করি৷ কিন্তু যারা বিজেপি করে আর প্রশ্ন করে মোদী না দিদি? তাঁদের আমরা সম্মান করি না৷ সিআরপিএফ গন্ডোগোল করলে আপনারা সব ঘেরাও করে রাখেন৷ একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন৷ ভোট নষ্ট করবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =