ঘটনার পুরো ভিডিও জনসমক্ষে আসুক, জোরালো দাবি বিজেপির

ঘটনার পুরো ভিডিও জনসমক্ষে আসুক, জোরালো দাবি বিজেপির

কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে প্রথম থেকেই ষড়যন্ত্রের দাবি নস্যাৎ করে আসছে বিজেপি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রতিনিধিদলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সেই দিনের ঘটনার সম্পূর্ণ ভিডিও ফুটেজ জনসমক্ষে আনা হোক। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবী করছেন সেই দাবির পাল্টা দাবি করে একাধিক যুক্তি দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি শিবিরের পক্ষ থেকে। বলা হচ্ছে, যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী সেখানে ছিল, গাড়ির ড্রাইভার তাঁর নিজস্ব, এমনকি আশে পাশে যারা ছিল প্রত্যেকের তৃণমূল কংগ্রেস অনুগামী। তাদের প্রশ্ন, তাহলে এই ঘটনা কী করে ঘটতে পারে।

বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত মন্তব্য করেন, একজন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বা তার পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন ভিডিও গ্রাফি করে। এখন ‌ সেদিন যে ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ ভিডিও গ্রাফি রয়েছে এবং সেটাই জনসমক্ষে নিয়ে আসা উচিত। স্বপন মনে করেন, ওই গোটা ঘটনার ভিডিও যদি পাবলিক ডোমেইনে আসে তাহলে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এই প্রেক্ষিতে তাঁর স্পষ্ট দাবি, ঘটনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর নিজস্ব দেহরক্ষী ছিলেন, ড্রাইভার তাঁর নিজস্ব ছিল। তাই যে ষড়যন্ত্রের দাবি করা হচ্ছে তা সেখানে ঘটার মত সম্ভাবনা নেই। 

আরও পড়ুন- “পাকিস্তানেও হবে বিজেপি সরকার”! ফের বেফাঁস কঙ্গনা

প্রসঙ্গত, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা নিয়ে প্রথম থেকেই আক্রমণ করে আসছে ভারতীয় জনতা পার্টি বঙ্গ ব্রিগেড। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অর্জুন সিং, প্রত্যেকেই দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক করছেন এবং সহানুভূতি নিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন। একই ভাবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nineteen =