মোদীর ব্রিগেডের আগে শহরজুড়ে পোস্টার যুদ্ধ বিজেপি-তৃণমূলের

মোদীর ব্রিগেডের আগে শহরজুড়ে পোস্টার যুদ্ধ বিজেপি-তৃণমূলের

কলকাতা: নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন গোটা শহরজুড়ে শুরু হল পোস্টার যুদ্ধ৷ মোদীর পাশাপাশি গোটা ধর্মচলা চত্বর মুড়ে ফেলা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে৷ বিজেপি’র ব্রিডেগের দিন তৃণমূলের পোস্টারে শহর ভরিয়ে ফেলার আগাম পরিকল্পনা ছিল শাসক দলের৷ সেই মতোই শহর জুড়ে যেন শুরু হয়ে গেল পোস্টার যুদ্ধ৷ গোটা ধর্মতলা ছেয়ে গিয়েছে মোদী-মমতার পোস্টারে৷ শুরু হয়েছে তৃণমূল-বিজেপি’র পোস্টার লড়াই৷ 

আরও পড়ুন-  মোদীর ব্রিগেডে ‘মহাগুরু’ মিঠুন! সাজপোশাকে উজ্জ্বল বাঙালিয়ানা!

রাজনীতির লড়াইয়ের পাশাপাশি লড়াই চলছে পোস্টারেও৷ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল, ব্রিগেড সমাবেশের দিন চারিদিকে যেন তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানারে ছয়লাপ করে দেওয়া হয়৷ সেই মতো ধর্মতলা চত্বর ভরিয়ে ফেলা হয়েছে তৃণমূলের পোস্টারে৷ তৃণমূলের পোস্টারে লেখা রয়েছে, বাংলা নিজের মেয়েকে চায়৷ তবে পাল্টা দিয়েছে বিজেপি’ও৷ তাঁদের পোস্টারে লেখা হয়েছে ‘আর নয় অন্যায়’, ‘ব্রিডেগ চলো’ সহ একাধিক স্লোগান৷ প্রধানমন্ত্রী তো বটেই, দিলীপ ঘোষ, জেপি নাড্ডার ছবি দিয়ে বড় বড় পোস্টার লাগানো হয়েছে বিজেপি’র তরফে৷ শহর জুড়ে চলছে গেরুয়া-নীলের টক্কর৷ 

তবে শুধু পোস্টার নয়৷ পতাকার লড়াইও চলছে ধর্মতলায়৷ একেবারে একে অপরকে টেক্কা দিয়ে পাশাপাশি লাগানো হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি’র পতাকা৷ পোস্টার-পতাকাতেও কেউ কাউকে একচুল জমি ছাড়াতেও নাজার দুই শিবির৷ 

আরও পড়ুন- ‘ব্রিগেডই সবকিছুর মাপকাঠি নয়’, মোদীর মেগা সমাবেশের আগে মন্তব্য দিলীপের

এদিন দুপুর ২টো নাগাদ শুরু হবে নমোর সভা৷ তার আগে থেকেই ভিড় জমতে শুরু করেছে ব্রিগেড মাঠে৷ এদিকে, প্রতিদিনের মতো এদিনও ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি৷ সেই সময়ই তিনি বলেন, ব্রিগেড গ্রাউন্ড থেকে সোনার বাংলা গড়ার ডাক দেওয়া হবে৷ নিশ্চিত ভাবেই ব্রিগেড গুরুত্বপূর্ণ৷ তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়৷ বামেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১১ এবং ২০১৬ সালে ব্রিডেগ মাঠ ভরিয়েও হেরেছিল তারা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =