কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোরকদমে চলছে দলবদলের খেলা। বিশেষত রাজনীতির আঙিনায় টলিউডের যোগ এবার চোখে পড়ার মতো। ভোটের আগে টলিউভডকে দলে টানতে তৃণমূল বিজেপির মধ্যে লেগে গেছে চূড়ান্ত প্রতিযোগিতা, যেখানে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। এমতাবস্থায় টলিউডের ‘মহাগুরু’র বিজেপিতে যোগ নিতে আজ সোজা চলে গেলেন নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায়৷
আজ ব্রিগেডেই গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন মিঠুন চক্রবর্তী৷ সব জল্পনার অবসান ঘটিয়ে ধুতি-পাঞ্জাবি পরে আজ দুপুরে ব্রিগেডে পৌঁছে যান মিঠুন৷ তার আগে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় সঙ্গে দেখা করেন৷ ব্রিগেডে আজ নরেন্দ্র মোদীর জনসভা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক চর্চা৷ আজ দুপুরে ব্রিগেডে মোদীর সভা শুরু হওয়ার আগে মঞ্চে হাজির হয়ে যান মিঠুন৷ আজ সমস্ত আশঙ্কাকে সত্যি করেই গেরুয়া দলে নাম লেখাবেন মিঠুন চক্রবর্তী৷
বস্তুত, এর আগেও মিঠুন চক্রবর্তীর পদ্ম শিবিরে যোগদান নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তাঁর বাড়িতে হঠাৎই হাজির হয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবৎ। মুম্বইয়ের বাড়িতে এই সাক্ষাতের কথা জানাজানি হতেই মহাগুরুর গেরুয়া যোগের সম্ভাবনা আন্দাজ করেছিলেন অনেকে। সেই আন্দাজই পূর্ণতা পেল আজ ব্রিগেড চত্বরে৷
এদিন কলকাতায় মিঠুন চক্রবর্তীর বেলগাছিয়ার বাড়িতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কৈলাশ বিজয়বর্গীয়। তারপরেই সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন তিনি। মিঠুন চক্রবর্তীর দেশপ্রেমের পরিচয় পেয়ে তিনি উচ্ছ্বসিত, জানান বিজেপির জাতীয় পর্যবেক্ষক। ট্যুইটে তিনি লেখেন, “গতকাল ভারতীয় সিনেমার বিখ্যাত নাম মিঠুন দার সঙ্গে বেলগাছিয়াতে অনেকক্ষণ কথা হল। ওঁর দেশপ্রেম আর গরিবদের জন্য ওঁর ভালোবাসা দেখে আমি মুগ্ধ।” সবমিলিয়ে গেরুয়া ব্রিগেডে মহাগুরুর উপস্থিতি আর পদ্মে যোগদান যে একপ্রকার নিশ্চিত তা বুঝতে অসুবিধা হয় না৷ -ফাইল ছবি