BJP-র রাজ্য কমিটির বৈঠকে ‘নজরে’ রাজীব-কৈলাস, কোন পথে হাঁটবেন দুই নেতা?

BJP-র রাজ্য কমিটির বৈঠকে ‘নজরে’ রাজীব-কৈলাস, কোন পথে হাঁটবেন দুই নেতা?

কলকাতা: দলত্যাগের জল্পনার মাঝেই বিজেপি’র রাজ্য কমিটির বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ আজই বসবে সেই বৈঠক৷ কিন্তু এই বৈঠকে কি উপস্থিত হবেন রাজীব? নজর থাকবে সেই দিকেই৷ তবে আজকের এই  বৈঠকের মূল ফোকাসে থাকবেন দুই নেতা, কৈলাস বিজয়বর্গীয় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এদিকে এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি অন্যান্য নাড্ডা, অমিত মালব্য সহ একাধিক কেন্দ্রীয় নেতত্ব৷ 

আরও পড়ুন- কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরতে হবে শুভেন্দুকে, সোচ্চার তৃণমূল

বিধানসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই কার্যত বেসুরো ছিলেন রাজীব৷ দলের কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়েই রেখেছিলেন তিনি৷ উল্টে তাঁকে দেখা গিয়েছে কুণাল ঘোষের বাড়িতে৷ তাঁর গাড়িতে তৃণমূল কংগ্রেসের উত্তরীয় ও ব্যাজ নিয়েও তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়৷  সোশ্যাল মিডিয়াতেও দলের সমালোচনায় মুখর হয়েছিলেন রাজীব৷ কিন্তু এর পর  বিজেপি’র রাজ্য দফতরে জোড়া চিঠি পাঠান রাজীব৷ একটি চিঠি পাঠান মুখ বন্ধ খামে৷ অন্যটি খোলা চিঠি৷ এর পর আজকের বৈঠকে রাজীবের উপস্থিতি বা অনুপস্থিতি আগামী দিনের চিত্রকে অনেকটাই স্পষ্ট করে দেবে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷ 

অন্যদিকে, লক্ষ্যনীয় বিষয় হল কৈলাস বিজয়বর্গীয় এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা৷ কারণ মুকুল রায় দলত্যাগের পর তাঁর দিকেও আঙুল উঠেছে৷ আজকের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ ফলে কৈলাস বিজয়বর্গীয় কোন পথে হাঁটবেন সেটাও থাকবে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে৷ 

আরও পড়ুন- প্রতারণা থেকে শিক্ষা, ভুয়ো ভ্যাকসিন শিবির রুখতে পদক্ষেপ রাজ্যের

বিজেপি’র অবশ্য লক্ষ্য আগামী দিনে দলকে আরও সঙ্ঘবদ্ধ করা৷ তাঁরা চান না দলের অন্দরে মতপার্থক্য তৈরি হোক৷ তাই এই বৈঠককে ঘর গোছানোর বৈঠক বলেই উল্লেখ করা হয়েছে৷ তবে রাজীব বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলে ফেরার পথ খুঁজছিলেন তা স্পষ্ট৷ কিন্তু মুকুল রায়ের ঘর ওয়াপাসির দিনই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যাঁরা ভোটের আগে দলের সঙ্গে গদ্দারি করেছেন , তাঁদের আর কোনও ভাবেই দলে ফেরানো হবে না৷ ফলে রাজীবের আজকের অবস্থান নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =