কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরতে হবে শুভেন্দুকে, সোচ্চার তৃণমূল

কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরতে হবে শুভেন্দুকে, সোচ্চার তৃণমূল

4e9b939b38a05cb55dec8523cb402e71

কলকাতা: কাঁথি সমবায় ব্যাঙ্ক থেকে অবিলম্বে সরতে হবে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে৷ এমনই দাবি তুলে সরব হল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব৷ শাসক দলের ভূমিকা নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি নন্দীগ্রামের বিধায়ক৷  

আরও পড়ুন- প্রতারণা থেকে শিক্ষা, ভুয়ো ভ্যাকসিন শিবির রুখতে পদক্ষেপ রাজ্যের

শুভেন্দুর ইস্তফা চেয়ে তৃণমূল বিধায়ক তথা মৎস্য মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে কাঁথি কো-অরারেটিভ ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীরা৷ অখিল গিরি বলেন, ‘‘যিনি সরকারের সমালোচনা করেন, তাঁকে দিল্লি সরকার কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান করেনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তিনি এখনও ক্ষমতায় আছেন৷ অথচ গাড়ি থেকে নেমেই রাজ্য সরকারের সমালোচনা করছেন৷ সমালোচনাই যদি করবেন তাহলে ব্যাঙ্কের চেয়ারম্যানের পদটা ছেড়ে দিন না৷’’

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে টানা ৩ বার কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ ২০১৭ সালে শেষবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন৷ তৃণমূল নেতৃত্বের দাবি, সমবায় আইনের ১১ নম্বর ধারায় কেউ ৩ বার একটানা চেয়ারম্যান থাকতে পারেন না৷ নিয়ম অনুযায়ী কোনও সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ২ বার থাকা যায়। কিন্তু শুভেন্দু অধিকারী সেই নিয়ম মানেননি৷ শুধু তাই নয়, ক্ষমতায় অপব্যবহার করে আর্থিক তছরুপ, কর্মী নিয়োগে বেনিয়ম করার অভিযোগেও রয়েছে তাঁর বিরুদ্ধে৷ 

আরও পড়ুন- আরও কমল আক্রান্তের সংখ্যা, কোভিড গ্রাফে স্বস্তি বাংলায়

অন্যদিকে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি৷ বিজেপি জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, পাগলের প্রলাপ বকছেন৷ এ বিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু তাঁর তরফে কোনও উত্তর মেলেনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *