জনগণের রায় মেনে নিতে পারছে না বিজেপি, তাই দাঙ্গা করছে, তোপ মমতার

জনগণের রায় মেনে নিতে পারছে না বিজেপি, তাই দাঙ্গা করছে, তোপ মমতার

কলকাতা: ইতিহাস গড়ে শনিবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর প্রথম দিনেই বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী৷ তুলোধোনা করেন কেন্দ্রীয় সরকারকে৷ বাংলার সঙ্গে এত বৈষম্য কেন? প্রশ্ন তোলেন তিনি৷ 

আরও পড়ুন- কমিশন সাহায্য না করলে বিজেপি ৩০ আসনও পেত না: মুখ্যমন্ত্রী

এদিন মমতা বলেন, সরকার গঠন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানো হল রাজ্যে৷ আসলে বিজেপি জনগণের রায় মেনে নিতে পারছে না৷ সেই জন্যেই রাজ্যে দাঙ্গা করছে৷ আমি হিংসা পছন্দ করি না৷ ওঁরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে ভিডিয়ো এবং মিথ্যে খবর প্রচার করছে৷ গত ছয় মাস বাংলা দখলের জন্য কী না করেছে বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রীরা বারেবারে বাংলায় ছুটে এসেছেন৷ অথচ এই ছয় মাস কোনও দায়িত্বই পালন করেনি কেন্দ্র৷ তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের মদতে রিগিং হয়েছে৷ না হলে ৩০টির বেশি আসন পেত না বিজেপি৷ এই ফল মেনে নিতে পারছে না ওঁরা৷ তাঁর কথায়, এখানে জলের মতো টাকা ঢালা হয়েছে৷ না জানি বিমান ভাড়া আর হোটেল ভাড়ার পিছনে কত কোটি টাকা ব্যয় করেছে৷ 

প্রসঙ্গত, আজ বিধানসভায় মূলত ছিল স্পিকার নির্বাচন৷ কিন্তু রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে স্পিকার নির্বাচন বয়কট করে গেরুয়া শিবির৷ এই বিষয়টি নিয়ে আজ বিধানসভায় বিজেপি’র বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান মমতা৷ তিনি বলেন, ‘‘বাংলার মানুষ বিজেপি’কে বয়কট করেছে৷ এটা মেনে নিতে পারছে না বলেই বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে৷’’ তিনি জানান, স্পিকার নির্বাচনে বিরোধীদের আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান বয়টক করেছে তারা৷ আসলে বাংলার মানুষই ওদের বয়কট করে দিয়েছে৷ বাংলার মানুষের মেরুদণ্ডটা এখনও সোজা৷ 

আরও পড়ুন- টানা ৩বার অধ্যক্ষ পদে নির্বাচিত বিমান বন্দ্যোপাধ্যায়

মমতা আরও বসেন, বাংলার মানুষ ঐতিহাসিক রায় দিয়েছে৷ বহু বছরের ইতিহাসে কোনও দলের কাছে এই সাফল্য নেই৷ এবারের নির্বাচনে ৪৮ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল৷ যা রেকর্ড৷ পাশাপাশি এদিন বিজেপি’র বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগও এনেছেন মুখ্যমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =