কলকাতা: বিজেপি’র নবান্ন চলো অভিযানকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে৷ একদিকে রাস্তায় রাস্তায় ব্যারিকেড করে মিছিল রোখার কৌশল নিয়েছে পুলিশ৷ অন্যদিকে, সকাল থেকেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন গেরুয়া কর্মীরা৷ এদিন সকাল সকাল হাওয়া স্টেশনে পৌঁছে যান বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ শিয়ালদা স্টেশনে রয়েছেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ বিজেপি কর্মী, সমর্থকদের চাগাতে সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন দিলীপ, সুকান্তরা। শিয়ালদহ স্টেশন চত্বরে বিজেপির মঞ্চ থেকে এদিন দিলীপ ঘোষ বলেন, কোনও ভাবেই এই কর্মসূচি রোখা যাবে না। যেখানে আটকানো হবে, সেখানেই বসে পড়বেন দলীয় কর্মী সমর্থকরা৷
আরও পড়ুন- BJP-র নবান্ন অভিযান রুখতে রাস্তার রাস্তায় ব্যারিকেড! পুলিশে ছয়লাপ শহর, বসছে বজ্র, জলকামান
এদিন মঞ্চে উঠেই দিলীপ বলেন, “এত বাধা বিঘ্ন উপেক্ষা করে সকলে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। গতকাল বিকেল থেকেই পুলিশ জেলায় জেলায় আমাদের কর্মীদের আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের বিধায়করা এগিয়ে এসেছেন। বাধা অতিক্রম করে কলকাতায় এসেছেন। এত মানুষ এসেছেন তাঁদের সঙ্গে।”
প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, কেন্দ্রের সঙ্গে রীতিমতো আলোচনা করে টাকা খরচ করে ট্রেনের টিকিট কাটা হয়েছিল। বুকিংও ছিল৷ অথচ বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি। বহু কর্মী-সমর্থককে বাড়ি ফিরে যেতে হয়েছে। বহু গাড়ি রাস্তায় আটকে দেওয়া হয়েছে৷ পাশাপাশি অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তাঁর৷ তবে এত বাধা সত্ত্বেও মঙ্গলের জমায়েতে লক্ষাধিক লোক হবে বলে আশাবাদী দিলীপ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>