BJP-র নবান্ন অভিযান রুখতে রাস্তার রাস্তায় ব্যারিকেড! পুলিশে ছয়লাপ শহর, বসছে বজ্র, জলকামান

BJP-র নবান্ন অভিযান রুখতে রাস্তার রাস্তায় ব্যারিকেড! পুলিশে ছয়লাপ শহর, বসছে বজ্র, জলকামান

কলকাতা: বিজেপি’র নবান্ন অভিযান রুখতে অতি তৎপর পুলিশ৷ মঙ্গলবার সকাল থেকেই চলছে প্রস্তুতি৷ গোটা শহর ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ে৷ রাস্তায় রাস্তায় করা হয়েছে ব্যারিকেড৷ 

আরও পড়ুন- রাতভর ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, মঙ্গলেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থার নজরদারির দায়িত্ব রয়েছে বিশেষ কমিশনার দময়ন্তী সেনের উপর৷ এছাড়াও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দু’জন করে অতিরিক্ত পুলিশ কমিশনার। থাকছেন ১৮ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইনস্পেক্টর৷ 

নবান্নমুখী বিজেপির মিছিল ঠেকাতে শহরের বিভিন্নপ্রান্তে বসানো হয়েছে ৫টি জলকামান৷ থাকছে দু’টি বজ্র। গোটা পরিস্থিতির উপর আকাশপথে নজরদারি চালাবে ড্রোন৷ উল্লেখ্য, মঙ্গলবার বিজেপি’র এই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ৷ অনুমতি ছাড়াই নবান্ন অভিযানে নামছে গেরুয়া শিবির৷ 

পদ্ম শিবিরের নবান্ন অভিযানের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হাওড়া সেতু এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ঢুখতে পারবে না মালবাহী গাড়ি৷  সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত এনসি স্ট্রিট এবং কলেজ স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। বিকল্প পথ হিসাবে লেনিন সরণি, মৌলালি হয়ে এজেসি বোস রোড ধরে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে৷