BJP-র ‘চোর’ স্লোগানের পাল্টা তৃণমূলের ‘ডোন্ট টাচ মাই বডি’, দু’পক্ষের তরজায় উত্তাল বিধানসভা

BJP-র ‘চোর’ স্লোগানের পাল্টা তৃণমূলের ‘ডোন্ট টাচ মাই বডি’, দু’পক্ষের তরজায় উত্তাল বিধানসভা

কলকাতা: বিজেপি’র নবান্ন অভিযানের পর উত্তাল রাজ্য বিধানসভা৷ অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি বিধায়কদের বিক্ষোভ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ছবি নিয়ে পাল্টা বিক্ষোভ তৃণমূলের৷ 

আরও পড়ুন- কয়লা পাচার-কাণ্ডে BJP নেতা জিতেন্দ্র তিওয়ারিকে CID তলব, ভবানী ভবনে হাজিরার নির্দেশ

এদিন নবান্ন অভিযানের আঁচ এসে পড়ে বিধানসভায়৷ দুর্নীতি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি৷ সেই প্রস্তাব খরিজ করে দেওয়া হয়৷ বাগ-বিতণ্ডার পর অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি৷ এদিকে শুভেন্দু অধিকারীর ‘লেডি পুলিশ’ মন্তব্য অন্যদিকে, দুর্নীতির অভিযোগ ঘিরে শাসক এবং বিরোধী শিবিরের বিরোধীদের তরজায় উত্তেজনা ছড়াল বিধানসভায়। সেই সঙ্গে চলে দু’শিবিরের পোস্টার-যুদ্ধ।

 
বৃহস্পতিবার যে বিধানসভার অধেবেশন উত্তাল হতে পারে, সেই আশঙ্কা ছিলই৷ এদিন দেখা যায় পোস্টার হাতে বিধানসভায় ঢুকছে দুই দলের বিধাসকরা৷ শুরুতে প্রশ্নোত্তর পর্ব বেশ নির্বিঘ্নেই চলে৷ এর পরেই মুলতুবি প্রস্তাব আনে বিরোধীরা৷ দুর্নীতি ইস্যুতে আলোচনার দাবিও জানানো হয়৷ কিন্তু, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন৷ তিনি বলেন, ‘এটি আদালতের বিচারাধীন বিষয়’৷ অধ্যক্ষ তাঁর সিদ্ধান্ত জানাতেই উত্তেজনার সূত্রপাত হয় বিধানসভার অন্দরে। পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা৷ রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা৷  

নিয়োগ দুর্নীতি ও গরু পাচার মামলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘তৎপরতা’র প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়কদের স্লোগান ‘চোর ধরো জেল ভরো।’ স্লোগান দিতে দিতে কয়েক জনকে ওয়েলের কাছে নেমে আসতেও দেখা যায়। অন্যদিকে, তৃণমূলের পাল্টা পোস্টার ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম আ মেল’৷ উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের দিন মহিলা পুলিশ শুভেন্দুকে ধরতে গেলে এই কথা বলেই চিৎকার করে উঠেছিলেন বিরোধী দলনেতা। 

এদিন ‘ডোন্ট টাচ মাই বডি’ সম্পর্কিত পোস্টার প্রসঙ্গে শশী পাঁজা বলেন, “এই পোস্টার হল আয়না। কী বলেছেন দেখে নাও। ওরা ওদের ক্যাডারদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ইঁট-বৃষ্টি চলেছে। মহিলা-পুরুষ উঙয় পুলিশ কর্মী ছিলেন। সেক্ষেত্রে তাঁরা কী বসে বসে দেখবে!’’