জল্পনার অবাসন! দেবশ্রী চৌধুরীকে কাঠগড়ায় তুলে দল ছাড়লেন BJP বিধায়ক কৃষ্ণ কল্যাণী

জল্পনার অবাসন! দেবশ্রী চৌধুরীকে কাঠগড়ায় তুলে দল ছাড়লেন BJP বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ:  অবশেষে জল্পনার অবসান৷ সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিষোদগার করে বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী৷ দেবশ্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনলেন তিনি৷ তবে তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা, সে সম্পর্কে কোনও কথা উল্লেখ করেননি৷  

আরও পড়ুন- পুলিশে নিয়োগ ফর্মে রাখতে হবে তৃতীয় লিঙ্গের জায়গাও, নির্দেশ হাইকোর্টের

এদিন দল ছাড়ার সময় কৃষ্ণ কল্যাণী বলেন, যেখানে দেবশ্রী চৌধুরী রয়েছেন, সেখানে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়৷ দিন কয়েক আগেও বোমা ফাটিয়ে তিনি বলেছিলেন, ষড়যন্ত্র করে তাঁকে ভোটে হারাতে চেয়েছিলেন দেবশ্রী৷ তোপ দেগে বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছেন দেবশ্রী৷ এদিন কৃষ্ণ কল্যানী বলেন, ‘সাংসদ দেবশ্রী চৌধুরী নিজের সাংসদ এলাকা থেকে বিগত কয়েক বছর ধরে বিলুপ্ত হয়ে রয়েছে৷ ওঁকে এখানে দেখা যায় না৷ আজ হঠাৎ করে এসে আমার বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করছেন৷ আমি রাজনীতিতে এসেছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য৷ তাঁদের পাশে দাঁড়ানোর জন্য৷ কাজ করার জন্য৷ কোনও মীরজাফর আমাকে পিছন দিয়ে আঘাত করবে, আমি তাঁর জন্য রাজনীতিতে আসিনি৷ উনি যেখানে আছেন, সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়৷ উনি ষড়যন্ত্রের রাজনীতি করছেন৷ ’

অন্যদিকে এর আগে তোপ দেগে দেবশ্রী বলেছিলেন, উনি সদ্য বিজেপিতে ঢুকেছেন৷  আমি ৭ দিন বা ৭ মাসের জন্য দল করি না৷ ৩২ বছর ধরে সংগঠনটা করছি। আমি জানি কীভাবে সংগঠন করতে হয়। এদিন কৃষ্ণ কল্যাণী দল ছাড়ার পর দেবশ্রী বলেন, যে দিন তাঁর পুরনো দল জিতেছিল, সেদিনই উনি তৃণমূলে ফিরবেন বলে জানিয়েছিলেন৷ আমার নামে অহেতুক দোষারোপ করছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 13 =