মোদীকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন খোদ BJP বিধায়কের, তুঙ্গে চিঠি বিতর্ক

মোদীকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন খোদ BJP বিধায়কের, তুঙ্গে চিঠি বিতর্ক

নয়াদিল্লি: মাননীয় ‘ম্যাডাম’ প্রধানমন্ত্রী! ঠিক এই ভাষাতেই সম্বোধন করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি৷  ৯ অগাস্ট প্রধানমন্ত্রীর দফতরে একটি চিঠি লেখেন তিনি৷ সেখানেই এই গন্ডোগোলটি পাকান রঘুনাথপুরের বিধায়ক৷ প্রধানমন্ত্রীকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে বসেন তিনি৷ 

আরও পড়ুন- বিকেলে আবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল! ‘শাহি’ সাক্ষাতের সম্ভাবনা

২১-এর বিধানসভায় প্রথমবার জিতে বিধায়ক হয়েছেন বিবেকানন্দ৷ গতকাল তাঁর লেখা চিঠি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ প্রসঙ্গত, রঘুনাথপুরের একটি ২ বছরের শিশু ব্লাড ক্যান্সেরে আক্রান্ত৷ তার পরিবার বিধায়কের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানায়৷ ওই শিশুটির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিলেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক৷ কিন্তু সেই চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘ম্যাডাম’ সম্বোধন করেই বিতর্ক উস্কে দিলেন তিনি৷ 

আরও পড়ুন- কীভাবে মুকুল রায় ‘প্যাক’ চেয়ারম্যান? হলফনামা চেয়ে পাঠাল হাইকোর্ট

যদিও বিবেকানন্দের সাফাই, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর আগে একই বয়ানে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন৷ সেখানে তাঁকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করেছিলেন৷ পরের চিঠি লেখার সময় ‘ম্যাডাম’ শব্দটি ভুলবশত আর বদলানো হয়নি৷ এটা তাঁর ভুল নয়৷ তাঁর অফিসে কর্মীরাই এই ভুলটি করেছেন৷ ব্যস্ততার জন্য তিনি নিজেও চিঠিটি দেখে নেওয়ার ফুরসত পাননি৷ তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় যে চিঠিটি ভাইরাল হয়ে গিয়েছে, সেটি ড্রাফট৷ আসল চিঠি ওটা নয়৷ পরে সবটা ঠিক করে দেওয়া হয়েছিল৷ সংশোধিত চিঠিতে তাঁর দফতরেই রাখা আছে৷ তবে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল৷ তাঁদের কথায়, চিঠিটাই ঠিক মতো লিখতে জানেন না বিজেপি বিধায়ক৷ কাজ করবেন কী ভাবে? 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 20 =