কেন্দ্রীয় বাহিনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্দাম নাম BJP বিধায়কের, অস্বস্তিতে গেরুয়া শিবির

কেন্দ্রীয় বাহিনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্দাম নাম BJP বিধায়কের, অস্বস্তিতে গেরুয়া শিবির

জলপাইগুড়ি:  কেন্দ্রীয় বাহিনীর অনুষ্ঠানে উদ্দাম নাচ৷ বিজেপি বিধায়কের কীর্তিতে বিতর্কের ঝড়৷ ঘটনার কেন্দ্রস্থল জলপাইগুড়ি৷ বিজেপি বিধায়কের নাচ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড়৷  

আরও পড়ুন- কর্মীদের চাঙ্গা করতে দিলীপের নয়া টোটকা, কী বললেন তিনি?

শুক্রবার রাতে ময়নাগুড়ি ধরাইকুড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখান আমন্ত্রিত ছিলেন জলপাইগুড়ির ময়নাগুড়ি কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়ও৷ কিন্তু তিনি মঞ্চে উঠে যা করলেন, তা দেখে সকলেরই চক্ষু চড়কগাছ৷ মঞ্চে উঠে উদ্দাম নাচলেন বিধায়ক৷ উল্লেখ্য, তাঁকে প্রার্থী করার সময় থেকেই আপত্তি তুলেছিল বিজেপি’র একাংশ৷ জানা গিয়েছে শুক্রবার কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন কৌশিক৷ দেহরক্ষীদের সঙ্গে নিয়েই তিনি অনুষ্ঠান মঞ্চে উঠে যান৷ তার পর শুরু হয় তাঁর নাচ৷ কৌশিকের এই কাণ্ডে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির৷ এ প্রসঙ্গে মুখে কুলুপ বিজেপি নেতাদের৷ 

তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল৷ তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি মনোজ রায় চোপ দেগে বলেন, ‘‘ওঁকে নিয়ে আগে থেকেই অনেক অভিযোগ ছিল। আজ সেই সকল অভিযোগ সত্য প্রমাণিত হল।  একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন বিধায়কের কাছ থেকে এই রকম আচরণ আশা করতে পারেনি ময়নাগুড়ির বাসিন্দারা।”  

কৌশিক রায় মদ্যপ বলে আগেও অভিযোগ উঠেছিল৷ তাঁকে প্রার্থী করার বিষয়টিও অনেকে ভালো নজরে নেয়নি৷ তবে বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে তিনি জয়ী হন৷ কিন্তু শুক্রবার তাঁর কীর্তিতে কার্যতই মুখ পুড়েছে পদ্ম শিবিরের৷ এলাকাজুড়ে ছি ছি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =