কলকাতা: বালিগঞ্জে বিজেপি’র পথ কোনও দিনই মসৃণ ছিল না৷ তা বিজেপি’রও অজানা নয়৷ তা বলে এমন ভরাডুবি! বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে একেবারে জামানাত জব্দ হল পদ্মের! মাত্র ১৩ হাজার ১৭৪টি ভোট পেল রাজ্যের প্রধান বিরোধী দল৷ জামানত রক্ষা করার জন্য ১৬ হাজার ভোট পেতে হত পদ্ম শিবিরকে৷
আরও পড়ুন- মমতাই দেশের সবচেয়ে ‘জানদার, শানদার, দমদার’ নেত্রী, ৩ লাখের বেশি ভোটে জিতে বললেন ‘বিহারীবাবু’
গত সাত-আট মাসে পরিস্থিতি যেন আরও খারাপ হয়েছে৷ ক্রমশ কমছে ভোটের হার৷ বালিগঞ্জ উপনির্বাচনে একেবারে ভরাডুবি ঘটল৷ সাধারণ যত ভোট পড়ে তার এক ষষ্ঠাংশ ভোট পেলে জামানত জব্দ এড়ানো সম্ভব৷ সেই হিসাবে বিজেপি প্রার্থী কেয়া ঘোষকে পেতে হত ১৬ হাজার ভোট৷ কিন্তু, তিনি পেয়েছেন ১৩ হাজারের কিছু বেশি ভোট৷
একুশের নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে ছিলেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়৷ তিনি পেয়েছিলেন ২০ শতাংশ ভোট৷ উপনির্বাচনে তা কমে দাঁড়াল ১২ শতাংশে৷ বালিগঞ্জের মতো শহুরে এলাকায় বিজেপি’র ভোটের হার কমে যাওয়া নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ তবে এই পরাজয়ের পিথনে সাংগঠনিক ব্যর্থতাকে সে ভাবে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ তাঁর কথায়, ‘‘বালিগঞ্জে ৪০ শতাংশের উপর সংখ্যালঘু৷ আমরা সেখানে লড়াইয়ে নেই৷’’ তবে রাজনীতির কারবারিরা মনে করছেন, যে কোনও নির্বাচনে জয়ের জন্য সাংগঠনিক জোর থাকাটা অত্যন্ত জরুরি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>